بسم الله الرحمن الرحيم
জবাব,
কুরআন মাজিদে আল্লাহ তাআলা যাকাতের খাত উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন-
إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاءِ وَالْمَسَاكِينِ وَالْعَامِلِينَ عَلَيْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ وَفِي الرِّقَابِ وَالْغَارِمِينَ وَفِي سَبِيلِ اللَّهِ وَابْنِ السَّبِيلِ
‘সাদকা হল ফকীর, মিসকীন, যাকাত আদায়কারী, যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন তাদের হক এবং তা দাসমুক্তির জন্য, ঋণগ্রস্তদের জন্য, আল্লাহর পথে জেহাদকারীদের জন্য এবং মুসাফিরদের জন্য।’ [সূরা তাওবা, আয়াত: ৬০]
নাবালেগ বাচ্চা যদি যাকাত গ্রহণের উপযুক্ত হয় তাহলে তার অভিভাবকের কাছে যাকাতের টাকা হস্তান্তর করলে যাকাত আদায় হয়ে যাবে।
(রদ্দুল মুহতার ৩/৩০৭)
জাকাত আদায় হওয়ার জন্য জাকাতগ্রহীতা বালেগ হওয়া শর্ত নয়, বরং স্বেচ্ছায় খরচ করার বুঝ হয়েছে- এমন হলেই তাকে জাকাত দিলে জাকাত আদায় হয়ে যাবে। উল্লেখ্য, নাবালেগ ছেলের পিতা ধনী হলে ছেলেকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। -(রদ্দুল মুহতার: ২/৩৪৯, ২/৩৫৬)
প্রশ্নকারী প্রিয় দ্বীনি ভাই / বোন!
১,২,৩.নাবালেগ বাচ্চা যদি নেসাব পরিমান মালের মালিক না হয় এবং তার মা বাবাও যাকাত গ্রহণের উপযোগী হয় তাহলে তাকে যাকাত দেওয়া যাবে। তবে তার পিতামাতা নেসাব পরিমান মালের মালিক হলে ঐ শিশুকে যাকাত দেওয়া যাবে না।
৪. উক্ত ব্যাক্তি যদি নেসাব পরিমান মালের মালিক না হয় তাহলে তাকে যাকাত দেওয়া যাবে অন্যথায় তাকে যাকাত দেওয়া জায়েয হবে না।