জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
তরল নাপাকী লাগলে তা বালতি বা ছোট বদ্ধ জায়গার পানি দ্বারা পবিত্র করতে চাইলে তিন বার ধৌত করা এবং প্রত্যেক বার নিংড়ানো জরুরি।
হ্যাঁ, যদি এমন কাপড় বড় পুকুরে ভালোভাবে ধৌত করা হয় কিংবা ছোট বদ্ধ জায়গায় না ধুয়ে নাপাকীর উপর অধিক পরিমাণ পানি ঢালা হয় কিংবা এ কাপড়ের উপর দিয়ে প্রচুর পরিমাণ পানি প্রবাহিত হয়ে যায় যার দ্বারা নাপাকী দূর হয়ে যাওয়ার প্রবল ধারণা হয় তবে তিন বার ধোয়া ও নিংড়ানো ছাড়াই পাক হয়ে যায়।
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
প্রশ্নে উল্লেখিত নাপাক কাপড় যেহেতু আপনি ফ্লোরে রেখে ধুয়েছিলেন,তাই এক্ষেত্রে তিন বার ধৌত করার পাশাপাশি প্রত্যেকবার ভালোভাবে নিংড়ানো প্রয়োজন ছিলো।
,
তবে প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনার আগের নামাজ গুলো পুনরায় আদায় করতে হবেনা।
আপনার কাপড়,ঘরের সব কিছুকে পাক হিসেবেই ধরবেন।
কেননা অনেক ইসলামী স্কলারদের মতে নাপাক কাপড় পবিত্র করার জন্য নিংড়ানো শর্ত নয়।
হাদীস শরীফে এসেছেঃ
عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا; أَنَّ النَّبِيَّ - صلى الله عليه وسلم - قَالَ - فِي دَمِ الْحَيْضِ يُصِيبُ الثَّوْبَ: «تَحُتُّهُ, ثُمَّ تَقْرُصُهُ بِالْمَاءِ, ثُمَّ تَنْضَحُهُ, ثُمَّ تُصَلِّي فِيهِ».
আবূ বাকর সিদ্দিক (রাঃ) এর কন্যা আসমা (রাঃ) থেকে বর্ণিত। হায়িযের রক্ত কাপড়ে লেগে যাওয়া প্রসঙ্গে রসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘পানি দিয়ে ঘষা দিবে তারপর পানি দ্বারা ভালোভাবে ধৌত করবে। অতঃপর সালাত আদায় করবে।
বুখারী (২২৭), (৩০৭); মুসলিম (২৯১)
★এখানে নিংড়ানোর কথা উল্লেখ নেই।
★তবে আপনি এখন থেকে যেহেতু মাসয়ালা সম্পর্কে অবগত,তাই এখন থেকে নাপাক কাপড় ধোয়ার সময় প্রত্যেকবার নিংড়াবেন।