উত্তর
بسم الله الرحمن الرحيم
প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনার কসমই হয়নি,তাই কাফফারার কোনো প্রয়োজন নেই।
★আপনার এক্ষেত্রে কসম সংক্রান্ত কোনো গুনাহ হবেনা।
আপনি পুনরায় বইগুলো পড়তে পারেন,কোনো সমস্যা নেই।
তবে মায়ের সামনে এমন কথা বলে পুনরায় সেই বই পড়া,বা পুনরায় সেই কাজ করা ওয়াদা খেলাফি।
,
ওয়াদা খেলাফের গুনাহ হবে।