আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+1 vote
1,024 views
in সালাত(Prayer) by (34 points)
আসসালামু আলাইকুম!
আমি জানি যে আল্লাহর রসূল (সল্লাল্লহু 'আলাইহি ওয়াসাল্লাম) সবসময় ফযর সলাত শেষে মসজিদে বসে ২/৪ রাকাত ইশরাক/দোহা আদায় করতেন। আমার প্রশ্নঃ

 ১) এই সলাত কোনটা বিশুদ্ধ? ২ নাকি ৪ রাকাত? ৪ হলে কি ২-২ করে পড়তে হবে?

 ২) যেহেতু পূর্ন সূর্যোদয় পর্যন্ত  অপেক্ষা করতে হয় তাই দেখা যায় মসজিদ থেকে সবাই চলে যায়, এখন আমি যদি বাসায় এসে এই সলাত আদায় করি তাহলে সলাত আদায় হবে কিনা বা পুর্ন ফজিলত পাওয়া যাবে কিনা?

1 Answer

0 votes
by (574,260 points)
উত্তরঃ
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 

(০১) 
ইশরাকের নামাজ কমপক্ষে  ২ রাকাত। 
সর্বোচ্চ চার রাকাত।
কিতাবুন নাওয়াজেল (৩/১৩৭)

সুতরাং আপনার ইচ্ছা,২ রাকাতও পড়তে পারেন,আবার ৪ রাকাতও পড়তে পারেন। 
,
 হাদীস শরীফে উভয়টির কথাই উল্লেখ আছে। 

হাদিস শরিফে এসেছে   
عن أنس رضي اللّٰہ عنہ قال: قال رسول اللّٰہ صلی اللّٰہ علیہ وسلم: من صلی الفجر في جماعۃ ثم قعد بذکر اللّٰہ حتی تطلع الشمس ثم صلی رکعتین کانت لہ کأجر حجۃ وعمرۃ، قال: قال رسول اللّٰہ صلی اللّٰہ علیہ وسلم تامۃ تامۃ۔ (سنن الترمذي ۱؍۱۳۰)
রাসুল সাঃ বলেন যে ব্যাক্তি মসজিদে জামাতের সাথে ফজরের নামাজ আদায় করার পর সূর্য উদিত হওয়া পর্যন্ত সেখানেই আল্লাহর যিকিরে বসে থাকে,অতঃপর ২ রাকাত নামাজ আদায় করে,তাহলে সে হজ ও উমরার ছওয়াব পাবে।   

অন্যত্রে এসেছে
عن نعیم بن عمارۃ رضي اللّٰہ عنہ قال: سمعت رسول اللّٰہ صلی اللّٰہ علیہ وسلم یقول: یقول اللّٰہ عزوجل یا ابن اٰدم لا تعجزني من أربع رکعات في أول نہارک أکفاک أخرہ۔ (سنن أبي داؤد ۱؍۱۸۳)
যার সারমর্ম হলো দিনের শুরুতে ৪ রাকাত নামাজ পড়তে তুমি যেনো অপারগ না হও,,,

★ইশরাকের নামাজ ২-২ রাকাত পড়া যাবে,সরাসরি ৪ রাকাতও পড়া যাবে।
তবে চাশতের নামাজ একেবারে ৪ রাকাত পড়াই উত্তম।
(ফাতাওয়ায়ে উসমানী ১/৩০৪) 

(০২) 
কেহ যদি বাসায় এসে কুরআন মাজিদ তেলাওয়াত,যিকির আযকার,দুয়ায় লিপ্ত থাকে,অতঃপর বাসাতে ইশরাক নামাজ আদায় করে,তাহলেও সে ইশরাক নামাজের পূর্ণ ফজিলত পাবে। ইনশাআল্লাহ.
তবে মসজিদে ইশরাক পর্যন্ত বসে যিকির আযকার করে সেখানেই ইশরাকের নামাজ পড়া বেশি উত্তম। 
(কিতাবুল ফাতওয়া ২/২৫৮)       

হাদিস শরিফে এসেছে   
عن أنس رضي اللّٰہ عنہ قال: قال رسول اللّٰہ صلی اللّٰہ علیہ وسلم: من صلی الفجر في جماعۃ ثم قعد بذکر اللّٰہ حتی تطلع الشمس ثم صلی رکعتین کانت لہ کأجر حجۃ وعمرۃ، قال: قال رسول اللّٰہ صلی اللّٰہ علیہ وسلم تامۃ تامۃ۔ (سنن الترمذي ۱؍۱۳۰)
রাসুল সাঃ বলেন যে ব্যাক্তি মসজিদে জামাতের সাথে ফজরের নামাজ আদায় করার পর সূর্য উদিত হওয়া পর্যন্ত সেখানেই আল্লাহর যিকিরে বসে থাকে,অতঃপর ২ রাকাত নামাজ আদায় করে,তাহলে সে হজ ও উমরার ছওয়াব পাবে।   


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...