بسم الله الرحمن الرحيم
জবাব,
লক্ষ্মী হিন্দুদের একটি দেবীর নাম। তারা তাকে ধনসম্পদ, আধ্যাত্মিক সম্পদ,
সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী বলে মনে করে। এ কারণে তারা তাদের বাচ্চাদেরকে
লক্ষ্মী নামে ডেকে থাকে।
সুতরাং কোনো মুসলমানের জন্য উক্ত শব্দ ব্যবহার করা বৈধ হবে না।
কারণ বিধর্মীদের রীতি নীতি গ্রহণ করা মুসলমানদের জন্য সম্পূর্ণরূপে হারাম। হাদিস শরিফে
এসেছে, রাসূল
(সা.) ইরশাদ করেছেন,
مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ
‘যে ব্যক্তি যার সাদৃশ্য গ্রহণ করে, সে তাদেরই অন্তর্ভুক্ত।’ [সুনানে আবু দাউদ,
হাদিস: ৪০৩১]
কাজেই বাচ্চাদেরকে আদর করে এ জাতীয় শব্দ দ্বারা সম্বোধন করা
যাবে না। এভাবে সন্তানকে শুধু নয়, কাউকেই সম্বোধন করা বৈধ হবে না। কারণ,এটি
হিন্দু ধর্মাবলম্বীদের একটি ধর্মবিশ্বাসমূলক পরিভাষা। আমাদের বিশ্বাস মতে রিজিকের
মালিক একমাত্র আল্লাহ তায়ালা।
আল্লাহ তায়ালা বলেন,
أَوَلَمْ يَعْلَمُوا أَنَّ اللَّهَ يَبْسُطُ الرِّزْقَ
لِمَنْ يَشَاءُ وَيَقْدِرُ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يُؤْمِنُونَ
আল্লাহ বলেন,(অর্থ) তারা কি জানে না, আল্লাহ যার জন্য ইচ্ছা রিযিক প্রশস্ত করেন যার জন্য ইচ্ছা সীমিতকরেন। এতে রয়েছে
মুমিনদের জন্য নিদর্শন।-সূরা যুমার, ৫২
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
হিন্দুদের মত বিশ্বাস নিয়ে কাউকে লক্ষী বলে ডাকা ইসলামে সম্পূর্ণ
নাজায়েয ও হারাম। তবে কেউ যদি "ভদ্র ও অনুগত"অর্থে কাউকে লক্ষী বলে ডাকে
তাহলেও তা পরিহার করা উচিত। কেননা তা অমুসলিমদের সাথে সাদৃশ্যপূর্ণ হয়ে যায়। আর বিধর্মীদের
সাথে সাদৃশ্যতা অবলম্বন করতেও ইসলামে নিষেধ করা হয়েছে। বিধায় এ শব্দটি বর্জন করা প্রতিটি
মুসলমানের কর্তব্য।