আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
168 views
in সালাত(Prayer) by (6 points)
১. আমি যদি নিয়মিত তাহাজ্জুদ পড়ি, তাহলে তা কি আমার ওয়াজিব হয়ে যাবে পড়া? এবং ইচ্ছা করে ১ উয়িক তাহাজ্জুদ না পড়ি তাহলে কি গুনাহগার হবো?

২. আমার মা ঘুম থেকে উঠলে অনেক সময় দেখেন হয় আমি নামাজ পড়ছি নয়তো তিলাওয়াত বা ইসলামিক বই পড়ছি। উনি অন্যের কাছে অযথা আমার প্রশংসা করেন। এর কারনে আমি তাহাজ্জুদ মিস দেয় মাঝেমাঝে যাতে সে আমাকে প্রতিদিন সালাতে না দেখে, এমনটা করার কারনে কি আমার পাপ হবে?

তাহিয়্যাতুল ওযু ও তাহাজ্জুদ এ আধা ঘন্টা ঘুমিয়ে  নামাজের বিষয়ে জানতে চেয়েছিলাম,  বলা হইছিলো উত্তর প্রস্তুত করা হচ্ছে। যদি সেটা জানাতেন তাহলে সে হিসেবে আমল করতে পারতাম। বেশ কিছুদিন হয়ে গেলো কিন্তু উত্তর দেয়া হয়নি তো,  উত্তর প্রস্তুতি চল্লে আলহামদুলিল্লাহ।

1 Answer

0 votes
by (67,530 points)
edited by

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

জবাবঃ

আল্লাহ তায়ালা বলেন-

يَا أَيُّهَا الْمُزَّمِّلُ. قُمِ اللَّيْلَ إِلَّا قَلِيلًا. نِّصْفَهُ أَوِ انقُصْ مِنْهُ قَلِيلًا. أَوْ زِدْ عَلَيْهِ وَرَتِّلِ الْقُرْآنَ تَرْتِيلًا. إِنَّا سَنُلْقِي عَلَيْكَ قَوْلًا ثَقِيلًا. إِنَّ نَاشِئَةَ اللَّيْلِ هِيَ أَشَدُّ وَطْئًا وَأَقْوَمُ قِيلًا. إِنَّ لَكَ فِي النَّهَارِ سَبْحًا طَوِيلًا

হে বস্ত্রাবৃত! রাত্রিতে দন্ডায়মান হোন কিছু অংশ বাদ দিয়ে; অর্ধরাত্রি অথবা তদপেক্ষা কিছু কম অথবা তদপেক্ষা বেশী এবং কোরআন আবৃত্তি করুন সুবিন্যস্ত ভাবে ও স্পষ্টভাবে। আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি গুরুত্বপূর্ণ বাণী। নিশ্চয় এবাদতের জন্যে রাত্রিতে উঠা প্রবৃত্তি দলনে সহায়ক এবং স্পষ্ট উচ্চারণের অনুকূল। নিশ্চয় দিবাভাগে রয়েছে আপনার দীর্ঘ কর্মব্যস্ততা। (সূরা মুযযাম্মিল, আয়াত ১-৭)

 তিনি অন্যত্রে ইরশাদ করেন-

لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا ۚ لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ ۗ

আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কোন কাজের ভার দেন না, সে তাই পায় যা সে উপার্জন করে এবং তাই তার উপর বর্তায় যা সে করে। (সূরা বাকারা, আয়াত ২৮৬) 

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!


১. না, আপনি নিয়মিত তাহাজ্জুদ পড়লেও, আপনার উপর ওয়াজিব হয়ে যাবে না এবং মাঝে মধ্যে এক দুই সপ্তাহ বাদ দিলে আপনার কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ

২. না, এমন করলে আপনার কোনো পাপ হবে না ইনশাআল্লাহ।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী আব্দুল ওয়াহিদ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)
by (67,530 points)
যেই প্রশ্নের উত্তর এখনো দেওয়া হয়নি সেই প্রশ্নের লিংকটা কমেন্টে  উল্লেখ করবেন।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 187 views
0 votes
1 answer 124 views
0 votes
1 answer 163 views
asked Sep 19, 2023 in সালাত(Prayer) by Mehjabeen (9 points)
...