আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+1 vote
191 views
in সুন্নাহ-বিদ'আহ (Sunnah and Bid'ah) by (46 points)
১।দুয়া করার পর হাত দিয়ে মুখ মোছা কি হাদীস সম্মত?

২।নি:শব্দে বা মনে মনে কি দুয়া করা যাবে?অন্যান্য যিকির আযকার ও কি মনে মনে মুখে উচ্চারণ না করে করা যাবে?

1 Answer

0 votes
by (566,790 points)
উত্তর
بسم الله الرحمن الرحيم 
.

(০১) শরীয়তের বিধান অনুযায়ী দুয়া করার পর চেহারার উপর দিয়ে হাত ফিরানো (মুখ মোছা) সুন্নাত। 

হাদীস শরীফে এসেছে
عن عمر بن الخطاب رضي اللّٰہ عنہ قال: کان رسول اللّٰہ صلی اللّٰہ علیہ وسلم إذا رفع یدیہ في الدعاء لم یحطہما حتی یمسح بہما وجہہ، قال محمد بن المثنی في حدیثہ: لم یردہما حتی یمسح بہما وجہہ۔ (سنن الترمذي ۲؍۱۷۶)

হযরত ওমর বিন খত্তাব রাঃ থেকে বর্ণিত,তিনি বলেন যে যখন রাসুল সাঃ যখম দুয়া করার জন্য হাত উত্তোলন করতেন,তখন চেহারা না মুছে দোয়া শেষ করতেননা।
শেষে হাত দিয়ে রাসুল সাঃ মুখ মুছতেন।
(তিরমিজি শরীফ ২/১৭২) 
,
সুতরাং এটা সুন্নাত।          
,
(০২) নিঃশব্দে বা মনে মনে দুয়া করা জায়েজ আছে। 
তবে যবান নড়ানো উত্তম,এর দ্বারা অন্তর প্রভাবিত হয়।
নিঃশব্দে যিকির করাও জায়েজ আছে।
তবে যবান না নড়ানো হলে উচ্চারণ এর ছওয়াব পাওয়া যাবেনা।

আল্লাহ তায়ালা বলেন        
قال اللّٰہ تعالیٰ: {اُدْعُوْا رَبَّکُمْ تَضَرُّعًا وَخُفْیَۃً} [الاعراف: ۵۵]
তোমরা কামনাবাক্যে আস্তে আওয়াজে আল্লাহকে ডাকো। 

হাদীস শরীফে আছে   
یایہا الناس اربعوا علی أنفسکم إنکم لیس تدعون أصم ولا غائباً إنکم تدعونہ سمعاً قریباً وہو معکم۔ (صحیح مسلم ۲؍۳۴۶)
যার সারমর্ম হলো তোমরা আস্তে আল্লাহকে ডাকো,কারন আল্লাহ তায়ালা কাছেই আছেন।তিনি বধির নন। 

ফাতাওয়ায়ে শামীতে আছে
والسنۃ أن یخفی صوتہ بالدعاء۔ کذا في الجوہرۃ النیرۃ۔ (الفتاویٰ الہندیۃ ۱؍۲۳۹، شامي ۳؍۱۳۸ زکریا)
আস্তে যিকির করাই সুন্নাত। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...