আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
193 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (5 points)
আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

আমি খুলনা যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে উঠেছি । ট্রেন আমার ভার্সিটির পাশ দিয়েই অতিক্রম করে চলে যায়। স্টেশন গিয়ে ট্রেন থেকে নেমে এরপর ভার্সিটি পৌঁছাতে হলে আবার অনেকটা পথ ব্যাক আসা লাগে গাড়িতে । ট্রেনে ভার্সিটির অসংখ্য স্টুডেন্ট থাকে নামার জন্য।
এখন অনেক সময় ট্রেন যখন ভার্সিটির কাছাকাছি আসে তখন স্টুডেন্টদের কেউ একজন ট্রেনের চেইন টেনে থামায় দেয় এবং সকলে ভার্সিটির কাছেই নেমে পড়ে যদিও সেটা স্টেশন না। এতে করে ট্রেনে স্টেশন পর্যন্ত গিয়ে আবার উল্টা দিকে গাড়িতে করে ব্যাক আসার ঝামেলায় পড়তে হয়না।

কিন্তু স্টেশনের বাইরে এভাবে ট্রেন থামালে ট্রেনের অন্যান্য যাত্রীর সময় নষ্ট হয় কিছুটা। এই ঘটনা বছরে তিন চার বার হয় বড়ো ছুটি থেকে সবাই একসাথে ভার্সিটি আসার সময়।

আমার প্রশ্ন হলো, নিজে যদিও জুলুম করছিনা। কিন্তু যে চেইন টেনে ট্রেন থামালো তার দ্বারা ভার্সিটির স্টুডেন্টরা স্টেশনের পূর্বেই  নামতে পারলেও ট্রেনের অন্যান্য যাত্রীর সময় নষ্ট হলো।
এভাবে আমিও যদি তাদের সাথে সেই সময় ভার্সিটির কাছেই নেমে পড়ি ট্রেন থেকে তাহলে কি আমিও জালিমের অন্তর্ভুক্ত হবো?

উল্লেখ্য ট্রেনের টিকিট সবাই যথাযথ কেটেই উঠে শুধু নামার সময় এই কাজ করে বছরে তিন চারবার।

1 Answer

+1 vote
by (58,500 points)
edited by

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

জবাবঃ

আল্লাহ তায়ালা বলেন-

قُلْ أَغَيْرَ اللَّهِ أَبْغِي رَبًّا وَهُوَ رَبُّ كُلِّ شَيْءٍ ۚ وَلَا تَكْسِبُ كُلُّ نَفْسٍ إِلَّا عَلَيْهَا ۚ وَلَا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَىٰ ۚ ثُمَّ إِلَىٰ رَبِّكُم مَّرْجِعُكُمْ فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمْ فِيهِ تَخْتَلِفُونَ

আপনি বলুনঃ আমি কি আল্লাহ ব্যতীত অন্য প্রতিপালক খোঁজব, অথচ তিনিই সবকিছুর প্রতিপালক? যে ব্যক্তি কোন গোনাহ করে, তা তারই দায়িত্বে থাকে। কেউ অপরের বোঝা বহন করবে না। অতঃপর তোমাদেরকে সবাইকে প্রতিপালকের কাছে প্রত্যাবর্তন করতে হবে। অনন্তর তিনি তোমাদেরকে বলে দিবেন, যেসব বিষয়ে তোমরা বিরোধ করতে। (সূরা আনআম, আয়াত ১৬৪)

 

তিনি আরো বলেন-

مَّنِ اهْتَدَىٰ فَإِنَّمَا يَهْتَدِي لِنَفْسِهِ ۖ وَمَن ضَلَّ فَإِنَّمَا يَضِلُّ عَلَيْهَا ۚ وَلَا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَىٰ ۗ وَمَا كُنَّا مُعَذِّبِينَ حَتَّىٰ نَبْعَثَ رَسُولًا

যে কেউ সৎপথে চলে, তারা নিজের মঙ্গলের জন্যেই সৎ পথে চলে। আর যে পথভ্রষ্ট হয়, তারা নিজের অমঙ্গলের জন্যেই পথ ভ্রষ্ট হয়। কেউ অপরের বোঝা বহন করবে না। কোন রাসূল না পাঠানো পর্যন্ত আমি কাউকেই শাস্তি দান করি না। (সূরা বনী ইসরাঈল, আযাত ১৫)

 

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!

 

হ্যাঁ, আপনি তখন নামতে পারবেন। এতে আপনার কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ। গুনাহ হবে ঐ ব্যক্তির যে ট্রেনের চেইন টেনে থামিয়েছে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী আব্দুল ওয়াহিদ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...