আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ্ ,
উস্তাদজী ,
১/ মহিলারা কবরের পাশে বসে কিছু পড়তে পারবে?
২/ নতুন করে শুনতেছি কবরে মাটি দেওয়ার সময় যে দুআগুলো পড়া হতো সেগুলো নাকি পড়া যাবে না ?
৩/ মানুষ মারা গেলে ৪১ বার সূরা ইয়াসিন পড়েন তার জন্য এটা কি সহীহ ?
৪/ বোরকা পড়ে কোনো মেয়ে কি খুব জোরে দৌড়াতে পারবে?
৫/ সালাতুল হাজতের সহীহ আমল কোনটি?
৬ / আমি বিড়ালকে যদি খাবার দেই প্রায় খায়না , এটি কি অপচয়? আমার কি গোনাহ হবে?
৭/ কেউ যদি কিস্তি তুলে মেয়ে বিয়ে দেয় তবে সেটা তো হালাল টাকা হবে না , এটি কি আমার খাওয়া জায়েজ হবে?!
৮/ কোনো নওমুসলিম ছেলের সাথে যদি কোনো মুসলিম মেয়ের বিবাহ হয় , এবং
ছেলের বাবা মা এখনো হিন্দুই আছেন ।
এখন বিবাহের পর ছেলের বাবা মা যদি তাকে দেখতে আসেন তবে সেই মেয়ে কি ছেলের বাবা মায়ের সাথে দেখা করতে পারবেন?
এক্ষেত্রে সহীহ মাসআলা কি ?
৯/ রাবেয়া বসরী কি বিয়ে করেছিলেন ?
যদি করে থাকেন তবে কার সঙ্গে ‌?
১০/ ডিসলাইনের মূল উদ্যোক্তা এই গ্রামের যিনি তার ডিসলাইন থেকে যে ইনকাম এটা কি হালাল?
আমি যদি ডিসলাইনের তার লাগানোর কাজে চাকরি নেই ‌, তবে কি মাস শেষে যে টাকা সে উপার্জন করে সেটা কি জায়েয হবে?
১১/ উস্তাদজী ‌, আমার অনেক রাগ ছিলো , আলহামদুলিল্লাহ্ এখন অনেকটাই কমেছে আল্লাহর রহমতে , আমার রাগ উঠলে এখন একটা টেকনিক অবলম্বন করি ‌,
অবশ্য আমি ভয়ে আছি এটা বিদআত হবে কিনা ?
টেকনিক টা হলো :
কেউ যদি কষ্ট দেয় তবে ,
প্রথমে আমি শয়তানকে অনুভব করি যে এই মুহূর্তে শয়তান বড়টা আসছে আমার কাছে , তারপর আমি আউজুবিল্লাহি মিনাশ শাইত্বনির রজীম পড়ি এবং শয়তানের সাথে কথা বলি এভাবে যে , তুই আমাকে রাগাচ্ছিস না ? আমি রাগবো না ইন্ শা আল্লাহ্ , আমি তখন আকাশের দিকে তাকিয়ে আল্লাহর সাথে কথা বলি , বলি হে আল্লাহ আমাকে অমুক কষ্ট দিয়েছে আপনি তাকে ক্ষমা করে দেন, আমার তার প্রতি কোন রাগ নেই , তখন তার নামে আমি কালিমা ইস্তেগফার কিছু জিযির পড়ে দেই যে আল্লাহ্ এটার সব সওয়াব আপনি তার আমলনামায় দিন , তখন আমার রাগ একেবারে নিচে নেমে যায় ।
আলহামদুলিল্লাহ্ ।
এখন আমি ভয়ে আছি এটা বিদআত হবে কিনা ?
নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো , রাগ উঠলে আউজুবিল্লাহি মিনাশ শাইত্বনির রজীম পড়তে বলেছেন , দাঁড়ানো অবস্থায় থাকলে বসতে হবে, বসে থাকলে রাগ থাকলে শুয়ে পড়তে হবে এবং তারপরও না কমলে ওযূ , এটা এখনও সবটুকু ফলো করিনি কিছু টা করেছি ,
কিন্তু রাগ উঠলে এখন যে টেকনিক টা ফলো করি এটায়ও আল্লাহর রহমতে রাগ কমে যাচ্ছে ।
কি করলে ভালো হবে ?
আমার কি গোনাহ হবে?