বিসমিল্লাহির রাহমানির
রাহিম।
জবাবঃ
■ আল্লাহ তা'আলা বলেন,
وَلَا تَأْكُلُوا
أَمْوَالَكُم بَيْنَكُم بِالْبَاطِلِ وَتُدْلُوا بِهَا إِلَى الْحُكَّامِ
لِتَأْكُلُوا فَرِيقًا مِّنْ أَمْوَالِ النَّاسِ بِالْإِثْمِ وَأَنتُمْ
تَعْلَمُونَ
তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভোগ করো না। এবং জনগণের সম্পদের কিয়দংশ
জেনে-শুনে পাপ পন্থায় আত্নসাৎ করার উদ্দেশে শাসন কতৃপক্ষের হাতেও তুলে দিও না।
(সূরা বাকারা, আয়াত নং-
১৮৮)
■ ঘুষ
সম্পর্কে হাদীস শরীফে
এসেছে-
عَنْ أَبِيْ هُرَيْرَةَ
قَالَ لَعَنَ رَسُوْلُ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم الرَاشِيَ وَالْمُرْتَشِيْ.
আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) ঘুষ
গ্রহণকারী ও ঘুষ প্রদানকারীর উপর অভিশাপ করেছেন (ইবনু মাজাহ, সনদ ছহীহ, মিশকাত, হা/৩৭৫৩
‘নেতৃত্ব’ অধ্যায়)।
■ হাদীসে
বর্ণিত হয়েছে-
لَعَنَ رَسُولُ اللهِ
صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ آكِلَ الرِّبَا، وَمُؤكِلَهُ، وَشَاهِدَيْهِ،
وَكَاتِبَهُ.
যে সুদ খায়, যে সুদ
খাওয়ায়, যে সাক্ষী
থাকে এবং যে ব্যক্তি সুদের হিসাব-নিকাশ বা সুদের চুক্তিপত্র ইত্যাদি লিখে দেয়
সকলের প্রতি রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা‘নত করেছেন। -মুসনাদে
আহমাদ, হাদীস ৬৬০; সুনানে আবু দাউদ, হাদীস ৩৩৩৩; জামে তিরমিযী, হাদীস ১২০৬
★ সু-প্রিয়
প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
পুলিশ ভেরিফিকেশন ও পাসপোর্ট করার সময় পুলিশকে যেই টাকা দেওয়া হয় তা ঘুষ হবে।
সুতরাং তা দেওয়া ও নেওয়া জায়েজ নেই। উল্লেখ্য যে, অনেক সময় তাদেরকে ঘুষ না দিলে ভেরিফিকেশনে ভুল রিপোর্ট ও
পাসপোর্ট না পাওয়া বা দেরী হওয়ার আশংকা থাকে । তাই সে ক্ষেত্রে বৃহৎ স্বার্থ
হাসিলের জন্য কিছু টাকা তাদেরকে দেওয়া যাবে। তবে পুলিশের জন্য তা নেওয়া কোনো ভাবেই জায়েজ হবে না।