প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন!
উল্লেখিত কমেন্টে আপনার সর্বশেষ কথা নিম্নরুপঃ-
মুহতারাম , আমি
১০০ এ ১০০% শিউর,আমাদের সম্পূর্ণ কথোপকথনে সে;
হ্যাঁ বলেছি অথবা হ্যাঁ, এই দুইটা শব্দ ইনশাআল্লাহ কখনোই উচ্চারণ করে নাই।
সবসময় সে এই বাক্যে উত্তর দিছেঃ
না, এমন বলি নাই। না, এমন হবে না।
না, এমন হয় নাই।
★★★মুহতারাম, আমি কেমন করে প্রশ্ন করছিলাম মনে পড়ছে।
আমি সম্ভবত এভাবে প্রশ্নটা করেছিলামঃ
তুমি কখনো " পুনরায় বিয়ের পর" এই শব্দটা উল্লেখ করে কোন শর্তযুক্ত তালাক
দেও নাই,তাই না??? পুনরায় বিয়ের পর কোন তালাক হবে না,তাই না???
যেই মেয়েকে বিয়ে করবো, সেই মেয়ে তালাক এমন বলো নাই,তাই না/ আমার নাম উল্লেখ করে এমন বলো নাই,তাই না????
[* এই প্রশ্নগুলোর কোনটার শেষে আমি (ঠিক বলেছি?) এই শব্দটা যুক্ত করতে পারি। কিন্তু এটা আমি শিউর না,শুধুই সন্দেহ থেকে আপনাকে বললাম। প্রশ্নগুলোর শেষে
( ঠিক বলেছি?) এই শব্দটা আমি বলতেও পারি,না ও বলতে পারি।এই শব্দটা আমার শুধুই সন্দেহ।,
শুধুই সন্দেহ। শুধুই সন্দেহ থেকে বলেছি,এটা বলতেও পারি আবার নাও বলতে পারি। আমি এইটা একটুও স্পষ্ট মনে করতে পারতেছি না। ]
আমার সবগুলো প্রশ্নের প্রেক্ষিতে,সে এরূপ উত্তর দিয়েছিলঃ
" নাএমন বলি নাই। না এমন হবে না।" অথবা " না এমন হয় নাই।"
অথবা
সে বলেছে "না।" [ সে only "না " এই শব্দে কোন উত্তর দিয়েছিলো কি না,এটা ও আমি শিউর না।শুধুই সন্দেহ থেকে আপনাকে বললাম। শুধুই সন্দেহ থেকে বললাম।
★কারন স্মৃতিতে যতটুক আসে, তাতে মনে হয়, সে সবসময় এরূপ বলতেছিলোঃ
" না, এমন বলি নাই।
না, এমন হবে না।" ]
মুহতারাম, আমি অনেকটা নিশ্চিত কথোপকথনটা এইটাই ছিল,এইটাই ছিল।
আমি সারারাত শতভাগ চেষ্টা করে এটাই স্মৃতি হাতড়ে মনে করতে পারছি। এটার বাহিরে অন্য কিছু আমার মনে আসেতেছে না।আমি সর্বোচ্চ চেষ্টা করেছি,আমার এইটাই মনে আসছে। মনে এই ধারনাটা প্রবল হচ্ছে, এমনই হইছিলো।
আমি সম্পূর্ণ ঘটনা, কোথায়- কোথায় সন্দেহ সেগুলোসহ সব খুলে বলেছি।এর বাহিরে আর কিছু মনে করার আমার আর ক্ষমতা নাই।
মুহতারাম, এখন বইলা দেন প্লিজ
পুনরায় বিয়ের পর কোন সমস্যা হবে???
সব ঠিকই আছে ,ইনশাআল্লাহ?
পুনরায় বিয়ে করে নিলেই সব ঠিক হয়ে যাবে ?
পুনরায় বিয়ের পর আর কোন তালাক হবে না, ইনশাআল্লাহ। তাই না?
পুনরায় বিয়ে হওয়ার সাথে সাথেই আমাদের সম্পর্ক বৈধ ইনশাআল্লাহ?
★★★প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন!
উল্লেখিত সকল তথ্য মোতাবেক বুঝা যায় যে সে আপনাকে কোনো নেগেটিভ উত্তরই দেয়নি।
,
★যদি আসলেই তিনি নেগেটিভ উত্তর না দিয়ে থাকেন,
(তিনি নেগেটিভ উত্তর দিয়েছেন কিনা,এই ব্যপারে তার তার কথা ধর্তব্য,তার কাছ থেকে জানতে হবে যে তিনি নেগেটিভ উত্তর দেননি,বা তার এই বিষয় নিয়ে সন্দেহ রয়েছে,তিনি নিশ্চিত ভাবে নেগেটিভ উত্তর দেওয়ার উপর কিছু বলতে না পারলে) আপনাদের পুনরায় বিয়ের পর আর কোন তালাক হবে না।
,
★তিনি নেগেটিভ উত্তর দিয়েছিলেন কি দেননি?
বিষয়টি সম্পর্কে আপনাদের সন্দেহ হলে এতেও কোনো তালাক হবেনা।
,
এক্ষেত্রেও আপনাদের পুনরায় বিয়ের পর আর কোন তালাক হবে না।
قال العلامۃ الحموی: فحلفہ باطل ای فلا شییٔ علیہ قیل اما الطلاق والعتاق فانہما لا یقعان بالشک۔ (غمز عیون البصائر علی الاشباہ ۱:۱۹۸ القاعدۃ الثالثۃ)
সারমর্মঃ
তালাক এবং গোলাম আযাদ,এ দুটি বিষয় সন্দেহের ভিত্তিতে পতিত হয়না।
قال العلامۃ ابن نجیم: ومنہا شک ہل طلق ام لا؟ لم یقع شک انہ طلق واحدۃ او اکثر؟ بنی علی الاقل کما ذکر الاسبیجابی۔ (الاشباہ والنظائر۶۴ قاعدۃ من شک ہل فعل ام لا)
الاشباہ والنظائر فی الفقہ الحنفی۶۰ القاعدۃ الثالثۃ)
সারমর্মঃ
কেহ যদি সন্দেহ করে যে সে তালাক দিয়েছে নাকি দেয়নি,,,
তাহলে তালাক পতিত হবেনা।
কেহ যদি সন্দেহ করে যে এক তালাক দিয়েছে? নাকি এর চেয়ে বেশি?
তাহলে কমটাই পতিত হবে।