بسم الله الرحمن الرحيم
জবাব,
গায়ে হলুদ সম্বন্ধে সংসদ বাংলা অভিধান বলছে, গায়ে-হলুদ, বিবাহের অব্যবহিত পূর্বে পাত্রপাত্রীকে হলুদ মাখাইয়া স্নান করানর হিন্দু সংস্কার
বিশেষ। পৃ. ১৬৯।
عَنْ عَبْدِ اللهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ، أَنَّهُ قَالَ:: ” الْمَرْءُ مَعَ مَنْ أَحَبَّ
হযরত আব্দুল্লাহ বিন মাসঈদ রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ
করেছেন, ব্যক্তি
[কিয়ামতের দিন] তার সাতে থাকবে যাকে সে মোহাব্বত করে। {মুসনাদে
আহমাদ, হাদীস নং-৩৭১৮, বুখারী, হাদীস নং-৬১৬৮, ৫৮১৬}
عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى
اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ
হযরত ইবনে ওমর রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন- যে
ব্যক্তি যার সাদৃশ্য গ্রহণ করে, সে তাদেরই অন্তর্ভূক্ত। {সুনানে আবু দাউদ,
হাদীস নং-৪০৩১}
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
সাধারণত আমাদের দেশের বিয়ের আগে গায়ে হলুদ অনুষ্টানে বেপর্দা ও বেহায়াপনা
হয়ে থাকে যা ইসলাম কখনই সমর্থন করে না। এছাড়াও এটি বিজাতীয় একটি সংস্কৃতি যা পরিহার
করা আবশ্যক। তবে কোন আনুষ্ঠানিকতা না করে পরিপূর্ণ পর্দার বিধান মান্য করে যদি স্বাভাবিকভাবে কেউ গায়ে
হলুদ দেয় তাহলে তা জায়েয হবে বলে আশা করা যায়। তবে তা না করাই শ্রেয়।