আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
551 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (70 points)

আসসালামু আলাইকুম, 
আমার কিছু প্রশ্ন আছে, দয়াকরে উত্তর দিলে উপকৃত হব ইনশাআল্লাহ্‌ ।

প্রশ্ন-১ঃ ওয়েব সাইটের অনেক থিমের ভিতরে বা ডিজাইনের ভিতরে পর্দাহীন নারীর ছবি থাকে । এইসব থিম/ডিজাইন
বিক্রি করলে ইনকাম কি হালাল হবে নাকি ইনকামও হারাম হয়ে যাবে?

প্রশ্ন-২ঃ কেউ যদি এইসব বেপর্দা নাড়ীর ছবি যুক্ত এইসব থিম/ডিজাইনের অ্যাফিলিয়েট করে তার ইনকাম কি হবে?

প্রশ্ন-৩ঃ অনেক ওয়েব সাইট বা কোম্পানি আছে যারা ওয়েব সাইটের সোন্দর্য দেখানোর জন্য নাড়ীদের বেপর্দা ছবি হোম
পেইজ সহ বিভিন্ন পেইজে ব্যবহার করে থাকে । বেপর্দা ছবি ব্যবহারের কারনে ডিজাইনটি কাস্টমারকে বেশি আক্রষন করে ।
এদের সার্ভিস/প্রোডাক্ট হালাল কিন্তু বেপর্দা ছবি প্রদর্শনের কারনে এদের ইনকাম কি হারাম হয়ে যাবে ?

প্রশ্ন-৪ঃ অনেক ওয়েব সাইট বা কোম্পানি আছে যারা কাস্টোমারকে দেখানোর জন্য মিথ্যা তথ্য দিয়ে থাকে যেমন
Projects Completed 5000+, Our Clints 450+, Customer Revews 50+,  Our Services 500+  
ইত্যাদি । কিন্তু আসলে এই কোম্পানি ৫০০০ প্রজেক্ট কম্পিলিট করে নাই, তাদের ৪৫০ জন ক্লায়েন্টও না্‌ ক্লায়েন্টরা কোনো
রিভিও ও দেয় নাই যে এই কোম্পানিটা ভালো সার্ভিস দেয়, এই কোম্পানির ৫০০ টি সার্ভিসও নাই । কাস্টোমারকে
দেখানোর জন্য এই মিথ্যা তথ্য দিয়েছে যাতে কাস্টোমার আগ্রহী হয়ে তাদের থেকে প্রোডাক্ট কিনে বা সার্ভিস নেয় । এখন
প্রোডাক্ট/সার্ভিস দিয়ে টাকা ইনকার করলে এই ওয়েব সাইটের/কোম্পানির/ব্যক্তির ইনকাম কি হারাম হবে নাকি হালাল
থাকবে?

1 Answer

+1 vote
by (59,970 points)
edited by

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

জবাবঃ

 আল্লাহ তায়ালা বলেন-

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَأْكُلُوا أَمْوَالَكُم بَيْنَكُم بِالْبَاطِلِ إِلَّا أَن تَكُونَ تِجَارَةً عَن تَرَاضٍ مِّنكُمْ ۚ وَلَا تَقْتُلُوا أَنفُسَكُمْ ۚ إِنَّ اللَّهَ كَانَ بِكُمْ رَحِيمًا

হে ঈমানদারগণ! তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। কেবলমাত্র তোমাদের পরস্পরের সম্মতিক্রমে যে ব্যবসা করা হয় তা বৈধ। আর তোমরা নিজেদের কাউকে হত্যা করো না। নিঃসন্দেহে আল্লাহ তা’আলা তোমাদের প্রতি দয়ালু। (সূরা নিসাআয়াত ২৯)

 

 অন্যত্রে তিনি ইরশাদ করেন-

الَّذِينَ يَأْكُلُونَ الرِّبَا لَا يَقُومُونَ إِلَّا كَمَا يَقُومُ الَّذِي يَتَخَبَّطُهُ الشَّيْطَانُ مِنَ الْمَسِّ ۚ ذَٰلِكَ بِأَنَّهُمْ قَالُوا إِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبَا ۗ وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا ۚ

যারা সুদ খায়তারা কিয়ামতে দন্ডায়মান হবেযেভাবে দন্ডায়মান হয় ঐ ব্যক্তিযাকে শয়তান আসর করে মোহাবিষ্ট করে দেয়। তাদের এ অবস্থার কারণ এই যেতারা বলেছেঃ ক্রয়-বিক্রয় ও তো সুদ নেয়ারই মত! অথচ আল্লা’হ তা’আলা ক্রয়-বিক্রয় বৈধ করেছেন এবং সুদ হারাম করেছেন। (সূরা বাকারাআয়াত ২৭৫)

 

 আল্লাহ তায়ালা বলেন-

فَكُلُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ حَلَالًا طَيِّبًا وَاشْكُرُوا نِعْمَتَ اللَّهِ إِن كُنتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ 

অতএবআল্লাহ তোমাদেরকে যেসব হালাল ও পবিত্র বস্তু দিয়েছেনতা তোমরা আহার কর এবং আল্লাহর অনুগ্রহের জন্যে কৃতজ্ঞতা প্রকাশ কর যদি তোমরা তাঁরই এবাদতকারী হয়ে থাক। (সূরা নাহলআয়াত ১১৪)

 

 তিনি অন্যত্রে বলেন-

وَكُلُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ حَلَالًا طَيِّبًا ۚ وَاتَّقُوا اللَّهَ الَّذِي أَنتُم بِهِ مُؤْمِنُونَ

আল্লাহ তা’য়ালা যেসব বস্তু তোমাদেরকে দিয়েছেনতন্মধ্য থেকে হালাল ও পবিত্র বস্তু খাও এবং আল্লাহকে ভয় করযার প্রতি তোমরা বিশ্বাসী। (সূরা মায়েদাআয়াত ৮৮)

 

হযরত আব্দুল্লাহ ইবনে উমর(রা.) থেকে বর্ণিত,তিনি বলেন,

عَنْ نَافِعٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَخْبَرَهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " إِنَّ الَّذِينَ يَصْنَعُونَ هَذِهِ الصُّوَرَ يُعَذَّبُونَ يَوْمَ القِيَامَةِ، يُقَالُ لَهُمْ: أَحْيُوا مَا خَلَقْتُمْ "

রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন,যারা ফটো বানায়কিয়ামতের দিন তাদের শাস্তি দেয়া হবে এবং তাদের উদ্দেশ্যে বলা হবে,যা তোমরা বানিয়েছ তাতে জীবন দাও। [সহীহ বুখারী-৫৯৫১]


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!


,. প্রশ্নোক্ত ক্ষেত্রে যদি মূল উদ্দেশ্য থাকে থিম বিক্রয়ের, আর প্রাসঙ্গিক বিষয় হিসেবে তাতে  নারীর ছবি যুক্ত করা হয় তাহলে উক্ত থিম বিক্রয় জায়েজ আছেতবে নারীর ছবি ডিজাইন ও প্রিন্ট করা নাজায়েজ ও গুনাহ হবেআর যদি এমন হয় যে, নারীর ছবি যুক্ত করা ছাড়া থিম বিক্রয় হবে না তাহলে তখন উক্ত থিম বিক্রয় জায়েজ হবে না এবং তা থেকে উপার্জিত অর্থও হালাল হবে না

৩. তাদের সার্ভিস/প্রোডাক্ট হালাল হওয়ার কারণে তাদের ইনকাম হালাল হবে। তবে বেপর্দা ছবি প্রদর্শনের কারণে গুনাহ হবে।

৪. তাদের সার্ভিস/প্রোডাক্ট হালাল হওয়ার কারণে তাদের ইনকাম হালাল হবে। তবে মিথ্যা তথ্য দেওয়ার কারণে গুনাহ হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী আব্দুল ওয়াহিদ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...