উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
(০১) শরীয়তের বিধান অনুযায়ী মহিলাদের জন্য মাহরামের সামনে সতর হল, সতর হল, মাথা, চুল, গর্দান, কান, হাত, পা, টাখনু, চেহারা, গর্দান সংশ্লিষ্ট সিনার উপরের অংশ ছাড়া বাকি পূর্ণ শরীর সতর।
ফাতাওয়ায়ে শামীতে আছে
(وَمِنْ مَحْرَمِهِ) هِيَ مَنْ لَا يَحِلُّ لَهُ نِكَاحُهَا أَبَدًا بِنَسَبٍ أَوْ سَبَبٍ وَلَوْ بِزِنًا (إلَى الرَّأْسِ وَالْوَجْهِ وَالصَّدْرِ وَالسَّاقِ وَالْعَضُدِ إنْ أَمِنَ شَهْوَتَهُ) (رد المحتار، كتاب الحظر والاباحة، فصل فى النظر والمس-9/527-528)
যার সারমর্ম হলো যদি ফিতনার আশংকা না থাকে,তাহলে মাহরামদের সামনে উক্ত অঙ্গ গুলো খোলা রাখা জায়েজ আছে, কোনো সমস্যা নেই।
,
সুতরাং কোনো মহিলা তার বাবার সামনে মাথা খোলা রাখতে পারবে,এতে কোনো গুনাহ নেই।
,
(০২) মহিলাদের নামাজের ভিতর চেহারা,হাতের কব্জি,পা ব্যাতিত সবই ছতর।
সুতরাং পুরোপুরি ছতর ঢেকেই তাদের নামাজ আদায় করতে হয়।
সুতরাং এহেন পরিস্থিতিতে কোনো গায়রে মাহরাম তার ঘরে প্রবেশ করলে নামাজের কোনো সমস্যা হবেনা।
,
তবে যেহেতু এটা ফিতনার যুগ,তাই গায়রে মাহরামদের সামনে চেহারা খোলা রাখা জায়েজ নেই, সুতরাং আগে থেকেই সতর্ক থেকে নামাজ আদায় করতে হবে।
এমন ঘরে আদায় করতে হবে,যেখানে এমন কেহ আসবেনা।
আসার সম্ভাবনা থাকলে নিষেধ করে দিতে হবে।
,
(০৩) কবির আবৃত্তি করা কবিতা যদি সেখানে বাজনা না থাকে,এবং শরীয়ত বিরোধী কোনো কথা সেখানে না থাকে,ফেতনারও যদি আশংকা না থাকে, তাহলে এমন কবিতা মহিলা মোবাইল ফোনে রাখতে পারবে।
তবে কবির ছবি রাখা জায়েজ হবেনা।