بسم الله الرحمن الرحيم
জবাব,
নামাজ বিশুদ্ধ হওয়ার অন্যতম একটি শর্ত হলো সতর ঢেকে রাখা। নামাজে
পুরুষের নাভির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা ফরজ। মহিলাদের মুখমণ্ডল, দুই হাত কবজি পর্যন্ত
ও টাখনুর নিচে পায়ের পাতা ছাড়া সব অঙ্গ ঢেকে রাখা ফরজ। তবে বিনা ওজরে পুরুষের মাথা,
পেট-পিঠ, হাতের কনুই খোলা রেখে নামাজ পড়লে তা আদায়
হয়ে গেলেও মাকরূহ হবে-(ফতোয়ায়ে হিন্দিয়া ১/১০৬)।
ঢেকে রাখা অঙ্গগুলোর
কোনো একটির এক-চতুর্থাংশ বা এর অধিক ইচ্ছাকৃত এক মুহূর্তের জন্য খুললেও নামাজ নষ্ট
হয়ে যাবে। আর যদি অনিচ্ছাকৃত এক-চতুর্থাংশ বা ততোধিক খুলে যায়, তাহলে তিন তাসবিহ
পরিমাণ সময় খোলা থাকলে নামাজ নষ্ট হয়ে যাবে। এক-চতুর্থাংশের কম হলে চাই ইচ্ছায় হোক
বা অনিচ্ছায় নামাজ নষ্ট হবে না।
নাভী থেকে নিয়ে লজ্জাস্থানের উপরী ভাজ পর্যন্ত একটি অঙ্গ। এই
অঙ্গের এক চতুর্থাংশ যদি নামাযে খুলে যায়,এবং ইচ্ছাকৃত হয়,তাহলে
নামায ফাসিদ হয়ে যাবে।(আহসানুল ফাতাওয়া-৩/৩৯৯)
যদি একাধিক জায়গায় সামান্য করে খোলা থাকে, তাহলে এর সমষ্টি ছোট
একটি অঙ্গের এক-চতুর্থাংশ পরিমাণ হলেও নামাজ হবে না- (রদ্দুল মুহতার ১/৩৭৯,
তাবয়ীনুল হাক্বায়েক্ব ১/৯৭)।
অনুরূপ এত পাতলা পোশাক, যাতে বাইরে থেকে ভেতরের অঙ্গগুলোর রং দেখা যায়
তা দিয়েও নামাজ শুদ্ধ হবে না- (রদ্দুল মুহতার ১/৩৮১)।
সু-প্রিয় পাঠকবর্গ
প্রশ্নেলিখিত বর্ণনানুপাতে
আপনার নামাজ হয়ে যাবে । কারণ আপনার প্যান্টের ছিদ্রগুলি নামাজ সহিহ হওয়ার জন্য প্রতিবন্ধক
নয়। কিন্ত যদি খুলে যাওয়া অংশ কোন অঙ্গের এক চতুর্থাংশ পরিমাণ হয়,তাহলে নামায ফাসিদ
হয়ে যাবে।