আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+1 vote
485 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (18 points)
edited by
আসসালামু আলাইকুম হযরত,

মৃত ব্যক্তির পাশে বসি কুরআন তিলাওয়াত,  যখন মৃত ব্যক্তিকে কবরের দিকে নিয়ে যাওয়া হয় তখন উচ্চ স্বরে কালেমা পাঠ করা, মাটি দেওয়ার সময় উচ্চ স্বরে
منها خلقناكم، وفيها نعيدكم، ومنها نخرجكم تاره اخرى   
বলা,কবরের চারপাশে চারটা খুঁটি দেওয়া, মাঝখানে খেজুরের ডাল লাগা,কোনো ব্যক্তি খুব অসুস্থ তার পাশে বসি কুরআন তেলাওয়াত করা...

এগুলো কাজ করা  ইসলামের দৃষ্টিতে জায়েয না নাজায়েজ

1 Answer

0 votes
by (583,020 points)
উত্তর
بسم الله الرحمن الرحيم
وعليكم السلام ورحمة الله وبركاته

★শরীয়তের বিধান হলো মৃত ব্যাক্তিকে গোসল দেওয়ার পূর্বে তার পাশে বসে কুরআন শরিফ তেলাওয়াত করা মাকরুহ।
তবে গোসল দেওয়ার পর পড়া যাবে।         
কিতাবুল ফাতওয়া ৩/৯৪
’’ وتکرہ القراء ۃ عند ہ حتی یغسل ‘‘ 
کبیری 533

অর্থাৎ গোসলের পূর্বে  তার কাছে কুরআন তেলাওয়াত করা মাকরুহ। 

★ মৃত ব্যাক্তিকে কবরে নিয়ে যাওয়ার সময় উচ্চস্বরে কালেমা পাঠ করার বিধান ইসলামী শরীয়তে নেই। 

★ কবরস্থ করার সময় এই আমলের ভিত্তি রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর মেয়ে উম্মে কুলসুম রাঃ কে কবরে রাখার সময় এ দুআ পড়েছেন।


হাদীসে এসেছে
عَنْ أَبِي أُمَامَةَ قَالَ: لَمَّا وُضِعَتْ أُمُّ كُلْثُومٍ ابْنَةُ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْقَبْرِ. قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” {مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ، وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَى} [طه: 55

হযরত আবু উমামা রাঃ থেকে বর্ণিত। তিনি বলেন, যখন রাসূল সাঃ এর মেয়ে উম্মে কুলসুম রাঃ কে কবরে রাখা হয়,  তখন রাসূল সাঃ পড়েন মিনহা খালকনাকুম ওয়াফীহা নুয়ীদুকুম ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা।

মুসনাদে আহমাদ, হাদীস নং-২২১৮৭।
মুস্তাদরাকে হাকেম, হাদীস নং-৩৪৩৩।
সুনানুল কুবরা লিলবায়হাকী, হাদীস নং-৬৭২৬।
খুলাসাতুল আহকাম, হাদীস নং-৩৬৫১।
জামেউল মাসানীদ ওয়াস সুনান, হাদীস নং-১১০২৪।
মাযমাউজ যাওয়ায়েদ, হাদীস নং-৪২৩৯।
কানযুল উম্মাল, হাদীস নং-১৮৮১।
আলমুসনাদুল জামে, হাদীস নং-৫২৫৩।

★সাধারণত কবরের চার দিকে ৪ টি খুটি দেওয়া হয় কবর চিন্হিত করার জন্য।
এটাকে কেউ শরীয়তের কাজ বলে মনে করেনা।


★কবরের উপর কাঁচা খেজুরের ডাল না গেড়ে দেওয়াই উত্তম।
কারন হাদীস শরীফে রাসুল সাঃ এর যেই ঘটনা এসেছে,উলামায়ে কেরামগন বলেন যে এটা রাসুল সাঃ এর সাথেই খাছ। 

তাই সতর্কতামূলক ইহা থেকে বেঁচে থাকা দরকার।
ফাতাওয়ায়ে দারুল উলুম  ৫/২৮২  


তবে কেউ যদি জরুরি মনে না করে এটা গেড়ে দেয়,তাহলে এটাকে নাজায়েজ বলা যাবেনা।  

★তবে কিছু উলামায়ে কেরাম এটাকে পুরোপুরি ভাবেই নিষেধ করেছেন।

★অসুস্থ ব্যাক্তির সুস্থতার জন্য তার পাশে বসে কুরআন তেলাওয়াত করা যাবে।
তবে যদি এতে অসুস্থ ব্যাক্তির কষ্ট হয়,তাহলে আস্তে তেলাওয়াত করবে।        


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...