বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
https://www.ifatwa.info/12605 নং ফাতাওয়ায় আমরা বলেছি যে,
আল্লাহ তা'আলা পুরুষ এবং নারী দু'টি ভিন্ন জাতিকে তৈরী করেছেন।এবং তাদের কাজকেও বন্টন করে দিয়েছেন।এভাবে যে, সাধারণত পুরুষ বাহিরে কাজে ব্যস্ত থাকবে এবং নারীরা ঘরের ভিতর সামাল দিবে।এবং সন্তানসন্ততি কে শিক্ষাদীক্ষা দেয়ার মত মহান কাজ আঞ্জাম দিবে।
নারীশ্রম কে ইসলাম নিরোৎসাহিত করেছে।তবে শরয়ী জরুরুতে অনুমোদনও দিয়েছে।নারীশ্রমের শরয়ী বিধান জানতে ভিজিট করুন করুন-https://www.ifatwa.info/632
ফিৎনার আশংকা না থাকলে নারীদের জন্য একদিন একরাত (পায়ে হেটে)সফর পরিমাণ দূরত্ব তথা (৭৭÷৩=২৫.৬)২৫.৬ কিলোমিটার বা তার চেয়ে কম পরিমাণ জায়গা সফর করা মাহরাম ব্যতীত জায়েয আছে।তবে ফিৎনার আশংকা থাকলে জায়েয হবে না।বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/212
পর্দা করা ফরয।পর্দার তিনটি স্থর রয়েছে পর্যায়ক্রমে।প্রথম স্থর হল,ঘরে বসে পর্দা করা।বিস্তারিত জানুন-https://www.ifatwa.info/572
সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
(১) আপনার মা যেহেতু শিক্ষকতার বিনিময়ে টাকা নিচ্ছেন, তথা বিনিয়োগ করে বেতন-ভাতা নিচ্ছেন, তাই আপনার মায়ের বেতন-ভাতা হালালই হবে।হ্যা, পর্দাকে তরক করার কারণে অবশ্যই উনার গোনাহ হবে।
(২)
তার কাছ থেকে হাদিয়া নিতে পারবেন।তবে তার কর্মে অসন্তুষ্টি প্রকাশ করতে হবে।কেননা উনার উপার্জন হালাল হলেও পদ্ধতি হালাল নয়, কেননা পর্দা লঙ্গনের কারণে হরহামেশাই উনার গোনাহ হচ্ছে।সুতরাং উনার কাছ থেকে হাদিয়া গ্রহণ না করাই উত্তম।