আসসালামু আলাইকুম।
১)মোশন গ্রাফিক্স বিভিন্নরকম হয়৷ যেমন, কোন কোম্পানির পন্যের প্রচারের উদ্দেশ্য টুডি কার্টুন বানিয়ে পন্যের বিবরণ দেয়া৷ এর সঙ্গে মিউজিক বা হালকা টোন অ্যাড করতে হয়। নতুবা শুধু কথা বললে ক্লায়েন্ট সেটা নিতে চায় না।
২) আবার কোন প্রতিষ্ঠান সম্পর্কে মোশন গ্রাফিক্স ভিডিও বানালে সেখানে ওই প্রতিষ্ঠানে বৈশিষ্ট্যাবলী, তাদের লক্ষ্য উদ্দেশ্য ইত্যাদি বর্ণনা করা হয়। এই ক্ষেত্রেও কথার সঙ্গে সঙ্গে হালকা টোন দিতে হয়। নারীর ছবি অ্যাড করতে হয়।
এখন প্রশ্ন হলো,
এই অবস্থায় যদি ওই হালকা মিউজিক মানুষকে আকর্ষণ না করে, তাহলে সেটা হারামের মধ্যে গণ্য হবে ? আর ওই প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যাবলী ভিডিওতে বলার জন্য যেসব তথ্য আমাকে দেয়া হয়, সেগুলো যদি অবাস্তব হয়, অথবা ক্লায়েন্ট এমন কথা বললো মানুষকে আকর্ষণ করার জন্য, আর মানুষ ওই ভিডিও দেখে ক্লায়েন্টের সাথে কোন সম্পর্ক হলো, ক্লায়েন্ট যদি তার কথা না রাখে এবং বেইমানি করে, তাহলে এর দায় কি আমাকে নিতে হবে ? অর্থাৎ তাদের কোন অবৈধ কাজের জন্য (যা আমি জানি বা জানি না) আমি যে তাদের ভিডিও বানিয়ে দিয়ে উপার্জন করলাম, তার জন্য কি আমার ইনকাম হারাম হয়ে যাবে ?