বিসমিহি তা'আলা
জবাবঃ-
কার উপর কুরবানি ওয়াজিব?
৫২ভড়ি রূপা বা ৭.৫ ভড়ি সোনা অথবা এ দু-য়ের যেকোনো একটির পরিমাণ টাকা বা ব্যবসার মাল বা প্রয়োজন অতিরিক্ত জিনিষ/ঘরোয়া সামান কারো নিকট থাকলে, তার উপর কুরবানি ওয়াজিব।
যাকাতের মত উক্ত মালের জন্য এক বৎসর অতিবাহিত হওয়া শর্ত নয়।
(১)
যদি উক্ত জিনিষ নিত্যপ্রয়োজনীয় হয় তথা এমন জিনিষ যা ব্যতীত জীবনযাপন করা দুরহ ও কষ্টকর, তাহলে উক্ত ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হবে না।নতুবা কুরবানি ওয়াজিব হবে।
(২)
যদি কারো নিকট স্বর্ণ থাকে,যা নেসাবের চেয়ে কম।এবং তার নিকট উক্ত স্বর্ণ ব্যতীত আর কিছুই নেই।
এবং প্রয়োজন অতিরিক্ত কোনো জিনিষও নেই তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে না।
আল্লাহ-ই ভালো জানেন।
আহসানুল ফাতাওয়া;৭/৫০৮
জা'মেউল ফাতাওয়া;৮/১৪৮
আবকে মানাঈল আউর উনকা হল;৪/১৭৯
উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, IOM.
পরিচালক
ইসলামিক রিচার্স কাউন্সিল বাংলাদেশ