আসসালামু আলাইকুম শায়েখ।শায়েখ একটু বড় হয়ে যাওয়ায় মাফ করবেন।আমি আপনাকে আমার সমস্যা টা বিস্তারিত ভানে বলার চেষ্টা করছি।
১) শায়েখ আমাদের জীব বিজ্ঞান বইয়ের বিভিন্ন লাইন শিরকি মনে হয় যেমনঃ "জিন বংশগতির নিয়ন্ত্রক" (মা বাবার বৈশিষ্ট্য যে প্রক্রিয়ায় সন্তানে যায় তাই বংশগতি।জিন মানুষের কোষের নিউক্লিয়াস এর ক্রোমজোমের অতি ক্ষুদ্র একক যা আমাদের বিভিন্ন বৈশিষ্টয ধারন করে বা নিয়ন্ত্রণ করে;যেমন উচ্চতা গায়ের রঙ ইত্যাদি।এইটাই প্রজনের সময় মা ব্বা থেকে সন্তানে যায় যার কারণে সন্তান তাদের বৈশিষ্টয পায় বংশধারা বজায় থাকে)। হয়তো বইয়ে জিন কে এইব্জন্যে নিয়ন্ত্রক বলা হয়েছে কারণ এটাই তো আমাদের বিভিন্ন বশিষ্টয ধারন করে আর এটাই মা বাবা থেকে সন্তানে যায় ।কিন্তু আমার মনে হয় আল্লাহই তো এই বংশগতির নিয়ন্ত্রক।তিনি যে বৈসহিষ্টয চান ওইটাই তো স্নতান পায়।এখন জিন কে নিয়ন্ত্রক বললে কি শিরক হবে শায়েখ?
২) তারপর এই যে আমি ব্রাকেটে বললাম জিন আমাদের বৈশিষ্টয নিয়ন্ত্রণ করে এইটা কি শিরক হয়েছে শায়েখ?
৩)জিন এর সংগায় জিনকে দৃশ্য(ঐ) ও অদৃশ্যমান( খুব সম্ভবত বুদ্ধি বা আবেগ এই জাতীয় বৈশিষ্টয বোঝানো হয়েছে।আসলে এটা নিয়ে আমি এতো ক্লিয়ার না। আর আবেগ যদি জিন দ্বারা নির্দিষ্ট ই থাকে তাহলে দু'আর মাধ্যমে তো অনেক শক্ত দিল ও নরম হয় আবেগ বেড়ে যায় আবার গুনাহ করলে তো দিক শক্ত হয় কান্না আসে না। তো এমন কেন হয় বৈজ্ঞানিক কোন ব্যাখ্যা আছে কি না জানি না। আর আদতে এখানে অদৃসহ্যমান লক্ষ্ণ এর মধ্যে আবেগ পরে কিনা তাও আমি শিওর না)লক্ষন বা বৈশিষ্টের নিয়ন্ত্রক বলা হয়েছে।তো এগুলোর নিয়ন্ত্রক তো আল্লাহ! এই সংংগা কি শিরকি?
***৪)আরো যেমন DNA থেকে প্রোটিন প্রাণ রাসায়নিক বিক্রিয়া র গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করে আর তা থেকে পরিবেশের সাপেক্ষে নির্ধারিত হয় সন্তানের বৈসহিষ্ট শায়েখ এটা কি শিরকি?
শায়েখ, মানুষ যে এখন উদ্ভিদের কৃত্রিম প্রজনন ঘটায় উন্নত ফসল পেতে।তো বই য়ে এভাবে বলা যে মানুষ কৃত্রিম প্রজনন ঘটিয়ে কাংখিত বৈশিষ্টের উন্নত উদ্ভিদ সৃষ্টি করে।এখানে সৃষ্টি করে কথা টা শিরকে হবে বললে?
শায়েখ সংগার যেই ব্যপার টা বললাম ওইটা তে যদি আসলেই কোন সমস্যা হয় তাহলে কিভাবে পরীক্ষায় লিখবো?আর বহুনির্বাচনি তে যদি আসে "কোনটি বংশগতির নিয়ন্ত্রক " তাহলে কি দিবো?
***শায়েখ এমন অনেক কথা ভেবে ভেবে আমি অস্থির। পড়তে গেলে এত বিষয় নিয়ে ভাবলে মাথা ব্যথা করে।পড়তে পারি না অথচ আমার এই নভেম্বর এ পড়িক্ষা!!জেনারেল পরিবারে বেড়ে ওঠা আমার জন্য পরীক্ষায় খারাপ করা দ্বীন পালন অনেক কঠিন হওয়ার আশংকা আছে।আমার আরো আগেও এমন মনে হতো যেমনঃ "এখন না পড়লে পরীক্ষায় খারাপ করবে,পানি শরীরের তাপমাত্রার ভারসাম্য বজায় রাখে,সূর্য এর আলো না থাকলে আমাদের জোবন অচল হয়ে যেতো,অমুক এটা করেছে দেখেই এমন টা হয়েছে, এমন কথাও শিরক মনে হতো।এরপরে লম্বা সময় কোন সমস্যা হয় নি কিন্তু এখিন আবার শুরু হয়েছে!!!
শায়েখ আমি প্রচন্ড ভাবে ওয়াসওয়াসায় আক্রান্ত আরো দ্বীনের একাধিক বিষয় নিয়ে!!