১) আমার ওসিডি সমস্যা আছে, বার বার হাত ধুই, গোসলখানায় অধিক সময় ধরে থাকি। বার বার ওযু করি। নামায ভুল হবে মনে করে আবার প্রথম থেকে পড়ি।এসব কারণে দৈনন্দিন কাজ কারবার করতে অসুবিধা হয় সবকিছুতে অধিক সময় লাগে।ইসলাম নিয়ে মনে উল্টোপাল্টা চিন্তা আসে। তাই মাঝে মাঝে ফ্যামিলির মানুষ বিরক্ত হয়ে যায় আমার আচরণে। কিন্তু আমি তাদের বোঝাতে পারি না যেএগুলো আমি ইচ্ছে করে করি না। বিয়ে না করলে আমি ফিতনায় পড়বো তা ঠিক কিন্তুু,এখন আমি চিন্তা করছি আমার বিয়ে হলেও তো আমার হাসবেন্ড আমার প্রতি বিরক্ত হয়ে যাবে, সম্পর্ক খারাপ হয়ে যাবে এসবের ফলে।যেখানে আমার ফ্যামিলি আমাকে মাঝে মাঝে টলারেট করতে পারে না সেখানে অন্য কেউ কিভাবে পারবে! তাই বিয়ে নিয়ে আমার মনে অনেক ভয় কাজ করছে, মনে হয় যে আমার বিয়ে করা উচিত না, আমি কাউকে হ্যাপি রাখতে পারবো না।আমি আরো অনেক কিছুতে অযোগ্য এরকম মনে হয়। এসব কারণে কি আমি যদি বিয়ে না করি তাহলে কি আমার গুনাহ হবে?
২) এ পর্যন্ত অনেক বিয়ে আসছে, কিন্তুু আমি গায়রে মাহরাম কঠোরভাবে পালন করি দেখে পাএের ফ্যামিলিরা মেনে নিতে চায় না তারা শুধু হিজাবি চায়। আমার বাবা বলেন, আমি যাতে আমার ওসিডি রোগ টা যে আছে সেটা বায়োডাটায় উল্লেখ না করি কিন্তুু আমি গোপন রাখতে চাচ্ছি না, কারণ কোনো রোগ নাই বললে তো মিথ্যা বলা হয়ে গেলো। এখন যদি বাবার কথায় গোপন রাখি তাহলে কি গুনাহ হবে ?