আসসালামু আলাইকুম।
অত্যন্ত দূঃখের বিষয় হলো মুসলমানদের বিয়ে শরীয়াহ সম্মত হয় না। গায়ে হলুদ, গান বাজনা সহ নানা ধরনের গুনাহের কাজেে ভরপুর থাকে। খুব কাছের আত্মীয় হলেও তাদের বোঝানো যায় না। এখন গায়ে হলুদ তো কোনোমতে এড়িয়ে যেতে পারি। কিন্তু বিয়েতে না আসলে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হতে পারে এবং মনে কষ্ট পায়। নিজের খালাতো বোন, কিংবা চাচাতো ভাই এমন কারো বিয়ে যদি ইসলাম মেনে না হয়, গুনাহের কাজ থাকে তাহলে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে পর্দা করে এমন বিয়েতে গেলে কি আমাদের গুনাহ হবে।
আমাদের দায়িত্ব তাদের বোঝানো। কিন্তু তারা যদি বুঝতে না চায়। আমাদের করণীয় কি? গেলে কি গুনাহ হবে??