বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
"আপনার জন্য পুরা মসজিদ সেন্ট হয়ে গেছে।(আতরের ব্যাবহার করায়)"।
আপনার এই কথা দ্বারা কোনো প্রকার সমস্যা হয়নি।শিরকও হবে না।কেননা প্রত্যেক মু'মিনের অন্তরে আল্লাহ আছেন।তাই একথা উদ্দেশ্যই হল, আল্লাহর হুকুমে হয়েছে।
হ্যা, আপনার অবশ্যই উচিৎ ছিল যে, আপনি এরকম কথা থেকে দূরে থাকবেন।
হাসান ইবনে আলী রাযি থেকে বর্ণিত রয়েছে।
ﻭﻋﻦ ﺍﻟﺤَﺴَﻦِ ﺑﻦ ﻋَﻠﻲٍّ ﺭﺿﻲَ ﺍﻟﻠَّﻪُ ﻋﻨﻬﻤﺎ ﻗَﺎﻝَ : ﺣَﻔِﻈْﺖُ ﻣِﻦْ ﺭَﺳُﻮﻝ ﺍﻟﻠَّﻪِ ﷺ : « ﺩَﻉْ ﻣَﺎ ﻳَﺮِﻳﺒُﻚَ ﺇِﻟﻰ ﻣَﺎ ﻻ ﻳﺮِﻳﺒُﻚ » ﺭﻭﺍﻩُ ﺍﻟﺘﺮﻣﺬﻱ ﻭﻗﺎﻝ : ﺣﺪﻳﺚٌ ﺣﺴﻦٌ ﺻﺤﻴﺢٌ
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাঃ কে বলতে শুনেছি।তিনি বলেন,সন্দেহ যুক্ত জিনিষকে পরিহার করে সন্দেহমুক্ত জিনিষকে গ্রহণ করো।(সুনানু তিরমিযি-২৪৪২)