আমি আর আমার স্ত্রী দ্বীন মেনে চলার চেষ্টা করি।
আমার ব্যাপক সন্দেহ রোগ আছে। আর আমি OCD রোগে আক্রান্ত। এই রোগটা হচ্ছে অবাঞ্ছিত চিন্তা করায় যার কোন ভিত্তি নাই। আর সন্দেহ তৈরি করে।আবার নিজের সাথে নিজেই কথা বলি। আর মনে মনে কথা বলি, অবাঞ্ছিত কল্পনা করি যার কোন ভিক্তি নাই।
মূল সমস্যা ঃ
যেহেতু আমার মানসিক সমস্যা আছে তাই রাতে অনেক সময় বিভিন্ন বাজে চিন্তা বা অলিক কল্পনা বা সন্দেহ আসে।আমার স্ত্রী নিয়ে সন্দেহ মনে হতো যে সে পরকীয়া করবে বা চলে যাবে বা কারো সাথে মেলামেশা করছে বা করবে যার বাস্তবে কোন ভিত্তি নাই,শুধু মনের সন্দেহ। ( আমার স্ত্রী মাশাআল্লাহ দ্বীন মেনে চলার চেষ্টা করে,ভালো মেয়ে,আমাকে অনেক ভালোবাসে) উপরে বর্নিত কথা গুলো মনে মনে আসত,কল্পনায় আসত,কষ্ট পেতাম বাস্তবে যার কোন ভিত্তি নাই।আবার মনে মনে আসত যদি সে এমন করে তাহলে তাকে রাখব না/ বাদ দিয়ে দিব / তালাক দিয়ে দিব।মনে হতো যদি এমন অপকর্ম সে করে তাহলে প্রচলিত নিয়ম অনুযায়ী তালাক দিব।এমন ও হতে পারে যদি এমন অপকর্ম যদি আমি জানতে পারি। শর্তের মাধ্যমে যে তালাক হয় বিষয়টা আমি জানতাম না।পরে যখন জানলাম শর্তের মাধ্যমেও তালাক হয় তখন আমার ব্যাপক সন্দেহ বেড়ে যায় যে কথা গুলা মুখে বলছি কিনা,যেহেতু মনে অচিন্তা কুচিন্তা আসে।যেহেতু স্ত্রী সম্পর্কে উল্লেখিত কথা গুলা মনে মনে আসত,তাই বাকি কথা গুলাও মনে মনে হওয়ায় স্বাভাবিক। আমার প্রবল ধারনা কথা গুলা মনে মনেই হয়েছে।তার পরও সন্দেহ হয় যদি মুখে বলি,শয়তান ভয় দেখায়। মুখে বলছি কিনা সন্দেহ আছে, আমার মনে নাই। আমার অসওসা রোগ আছে।এই গুলা স্ত্রীর অজ্ঞতাবশত হয়েছে, সে এগুলা জানে না।উল্লেখিত ক্ষেত্রে কি শর্ত প্রযোজ্য হবে? করনীয় কি?
আমার স্ত্রী ভালো মেয়ে তার উপর বিশ্বাস রাখা যায়।কিন্তু শয়তান অসওসা দেয় যার জন্য অন্য আমলে সমস্যা হচ্ছে।কয় একদিন পর পর একটা একটা কথা স্মরণ করায় আর আমি কষ্ট পাই।আমার করণীয় কি?
এই সব নিয়ে ভাবতে ভাবতে আমার স্বাভাবিক কাজ কর্ম,পড়াশোনা, আমলের ব্যাপক সমস্যা হচ্ছে।আমি শান্তি চাই।অসওসা মুক্ত জীবন চাই।