আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
379 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (33 points)
আসসালামু আলাইকুম। আমি iom এর একজন শিক্ষার্থী। উস্তাদের দারস থেকে আমার কিছু বিষয়ে সংশয় তৈরি হয়েছে যা ক্ল্যারিফাই করার জন্য এখানে বিস্তারিত উল্লেখ করছিঃ

১. মহানবী সঃ যখন মেরাজে গিয়েছিলেন তখন আসমানে অনেক নবীদের সাথে সাক্ষাত হয়েছিলো। অপরদিকে হায়াতুল আম্বিয়া আকিদা অনুযায়ী উনারা কবরে জীবিত অবস্থায় আছেন। সেখানে উনাদের রুহও দেয়া হয়েছে। তাহলে বিষয়টা কিভাবে সামঞ্জস্যপূর্ণ হলো?

২. আবু বকর রা. বলেছিলেন,"আপনি দুবার মৃত্যু বরণ করবেন না" অধিকাংশ আলিমদের মতে এতে বারযাখে আর কখনো মৃত্যু বরণ করবেন না এমনটা বোঝানো হয়েছে। আমি উস্তাদকে জিগ্যেস করায় উনি বলেছিলেন নবীগণ কখনো আর মৃত্যুবরণ করবেন না। উনারা মৃত্যুর পর চিরস্থায়ী জীবন পেয়েছেন।এখন উনারা মাটির নিচে আছেন, পরবর্তিতে জান্নাত জাহান্নাম ফায়সালা হলে উনারা সবাই জান্নাতে যাবেন। অপরদিকে আল্লাহ তায়ালা কিয়ামত দিবসে সমস্ত কিছু ধ্বংস করে দিবেন।এমনকি মালাকুল মাউত ও মৃত্যুবরণ করবেন তখন আল্লাহ প্রশ্ন করবেন অথচ বিশ্বে কোনো কিছুই থাকবেনা,কোনো কিছুর অস্তিত্ব থাকবেনা তাই জবাবও কেউ দিতে পারবেনা।তখন আল্লাহ নিজেই জবাব দিবেন। তাহলে এ দুটো বিষয় তো পরস্পর বিপরীত হয়ে গেলো। এখানের সংশয়টা একটু ক্লিয়ার করুন উস্তাদ

1 Answer

0 votes
by (583,020 points)
জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته 
বিসমিল্লাহির রহমানির রহিম


(০১)
হাদীসে ইরশাদ হচ্ছে-

হযরত আনাস বিন মালিক রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন-

3425 – حَدَّثَنَا أَبُو الْجَهْمِ الْأَزْرَقُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي بُكَيْرٍ، حَدَّثَنَا الْمُسْتَلِمُ بْنُ سَعِيدٍ، عَنِ الْحَجَّاجِ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْأَنْبِيَاءُ أَحْيَاءٌ فِي قُبُورِهِمْ يُصَلُّونَ

[حكم حسين سليم أسد] : إسناده صحيح


হযরত আনাস বিন মালিক রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন, নবীগণ তাদের কবরে জীবিত। তারা সেখানে নামায পড়েন।
মুসনাদে আবী ইয়ালা, হাদীস নং-৩৪২৫}

বিস্তারিত জানুনঃ 

★সুতরাং উল্লেখিত আকীদা বিশুদ্ধ। 
তবে কিছু স্কলারদের মতবিরোধ রয়েছে।

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
আল্লাহ তায়ালার কাছে বিষয়টি খুবই সামান্য বিষয়, যিনি মৃত্যুকে জীবিত করতে পারেন,তার পক্ষে কবরে জীবিত নবী রাসুলদের মিরাজের রজনিতে আসমানে,বাইতুল মুকাদ্দাসে রাসুল সাঃ এর সাথে সাক্ষাৎ করানো এটি কঠিন কোনো বিষয় নয়।   সম্ভব।

(০২)
হাদীস শরীফে এসেছেঃ 

أَخْبَرَنَا سُوَيْدٌ، قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، قَالَ قَالَ مَعْمَرٌ وَيُونُسُ قَالَ الزُّهْرِيُّ وَأَخْبَرَنِي أَبُو سَلَمَةَ أَنَّ عَائِشَةَ أَخْبَرَتْهُ أَنَّ أَبَا بَكْرٍ أَقْبَلَ عَلَى فَرَسٍ مِنْ مَسْكَنِهِ بِالسُّنُحِ حَتَّى نَزَلَ فَدَخَلَ الْمَسْجِدَ فَلَمْ يُكَلِّمِ النَّاسَ حَتَّى دَخَلَ عَلَى عَائِشَةَ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مُسَجًّى بِبُرْدٍ حِبَرَةٍ فَكَشَفَ عَنْ وَجْهِهِ ثُمَّ أَكَبَّ عَلَيْهِ فَقَبَّلَهُ فَبَكَى ثُمَّ قَالَ بِأَبِي أَنْتَ وَاللَّهِ لاَ يَجْمَعُ اللَّهُ عَلَيْكَ مَوْتَتَيْنِ أَبَدًا أَمَّا الْمَوْتَةُ الَّتِي كَتَبَ اللَّهُ عَلَيْكَ فَقَدْ مُتَّهَا .

সুওয়ায়দ (রহঃ) ... আবূ সালামা (রাঃ) থেকে বর্নিত যে, আয়িশা (রাঃ) তাকে বর্ণনা করেছেন যে, আবূ বকর (রাঃ) তার “সুনহা” নামক স্থানের বাসস্থান থেকে একটি ঘোড়ায় আরোহন করে এসে অবতরণ করলেন এবং মসজিদে প্রবেশ করলেন-তিনি কারো সাথে কোন কথাবার্তা না বলে আয়িশা (রাঃ)-এর কাছে গেলেন। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ইয়ামানী চাদরে ঢাকা ছিলেন। তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মুখমন্ডল থেকে তা খুলে ফেলে ঝুঁকে পড়ে তাঁকে চুমু খেলেন এবং কাঁদতে কাঁদতে বলতে লাগলেন আপনার উপর আমার মাতা-পিতা কুরবান হোক, আল্লাহর শপথ! আল্লাহ তা’আলা আপনাকে কখনো দু’বার মৃত্যু দান করবেন না। যে মৃত্যু আপনার জন্য নির্ধারিত ছিল তা আপনি বরণ করে নিয়েছেন।
(বুখারী ১২৪২, নাসাঈ ১৮৪১)

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন, 
এই হাদীসের ব্যাখ্যায় বলা হয়েছেঃ 

ফাতহুল বারী গ্রন্থে আছেঃ 
المراد بالموتة الأخرى موتة الشريعة أي لا يجمع الله عليك موتك وموت شريعتك. قال هذا القائل: ويؤيده قول أبي بكر بعد ذلك في خطبته " من كان يعبد محمدا فإن محمدا قد مات، ومن كان يعبد الله فإن الله حي لا يموت " 
সারমর্মঃ
এখানে ২য় মৃত্যু দ্বারা উদ্দেশ্য রাসুল সাঃ এর  শরীয়তের মৃত্যু। 
যার স্বপক্ষে প্রমান হলো আবু বকর রাঃ এর কথা।
তিনি বলেছিলেন যে যে ব্যাক্তি মুহাম্মদ সাঃ এর ইবাদত করো,মুহাম্মদ সাঃ মারা গিয়েছেন।
আর যে ব্যাক্তি আল্লাহ তায়ালার ইবাদত করেন,আল্লাহ তায়ালা জীবিত,তিনি মারা যাবেননা। 

হাশিয়াতুস সানাদি আলান নাসাঈ গ্রন্থে আছেঃ 
 ( لا يجمع الله عليك موتتين ) رد لما زعم عمر أنه يرجع إلى الدنيا بأنه لو رجع لمات ثانيا وهو عند الله أعلى قدرا من أن يجمع له موتتين  
সারমর্মঃ
এই কথার দ্বারা মূলত ওমর রাঃ এর কথার জবাব দেওয়া।
কেননা তিনি ধারনা করেছিলেন যে রাসুলুল্লাহ সাঃ আবার দুনিয়াতে আসবেন,তাহলে ২য় বার মারা যাবেন।
এই ২য় মৃত্যু রাসুল সাঃ এর উপর আসবেনা,অর্থাৎ তিনি আবার দুনিয়াতে এসে মারা যাবেননা।
বরং তিনি আর দুনিয়াতে ফিরেই আসবেননা।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...