আমরা জানি যে ইস্তিখারার পর নিজে সিদ্ধান্ত নিতে হয়। এক্ষেত্রে, আল্লাহ মানুষকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। কিন্তু ব্যাপারে সালাতুল ইসতিখারার নামাজ আদায়ের পর ফলাফল নেগেটিভ মনে হল। ইস্তিখারার ফল অনুসরণ করতে গেলে একজনের প্রতি জুলুম হয়ে যায়, সম্মানহানি হয়ে যায়। তাই ইস্তিখারার ফল অনুসরণ করা অসম্ভব। আবার ইস্তিখারার ফল অনুসরণ না করলে অকল্যানের সম্ভাবনা। অর্থাৎ উভয় সংকট অবস্থা। এক্ষেত্রে কি সালাতুল হাজত পড়া যাবে? এবং এভাবে দুয়া করা যাবে যেঃ
ও আল্লাহ, আমি আপনার সিদ্ধান্তের বাইরে যেতে চাইনা। কিন্তু পরিস্থিতির কারণে আমি অক্ষম। আপনি অনুগ্রহ করে আমাকে সাহায্য করুন এবং আপনি নিজে ইস্তিখারার ফলাফলের উপর আমাকে অটল রাখুন এবং কল্যাণ দান করুন।
এই দুয়ার উদ্দেশ্য হল আমি জুলুমের ভয়ে ইস্তিখারার ফল অনুসরণ না করা সত্ত্বেও আল্লাহ যেন নিজে ইস্তিখারার ফল বাস্তবায়ন করেন।