জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
(০১)
হাদীস শরীফে এসেছে-
يَا عَمَّارُ إِنَّمَا يُغْسَلُ الثَّوْبُ مِنْ خَمْسٍ: مِنَ الْغَائِطِ وَالْبَوْلِ وَالْقَيْءِ وَالدَّمِ وَالْمَنِيِّ
আম্মার বিন ইয়াসার রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন-নিশ্চয় ৫টি কারণে কাপড় ধৌত করতে হয়, যথা-১-পায়খানা, ২-প্রশ্রাব, ৩-বমি, ৪-রক্ত, ৫-বীর্য। {সুনানে দারা কুতনী, হাদীস নং-৪৫৮}
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
বেসিনে নাপাক কিছু না থাকলে বা নাপাক কিছু ধোয়া না হলে সেটির ছিটে আসা৷ পানি নাপাক নয়।
পাক।
তাই প্রশ্নে উল্লেখিত ছুরতে কোনো সমস্যা নেই।
,
(০২)
রক্ত মিশ্রিত পানি নাপাক।
এটি জামায় ভরলে জামা নাপাক হবে।
,
তবে মুখে যেই ব্যাক্তির সব সময় রক্ত আসেনা,তার সেই থুথু তো নাপাক নয়,সেক্ষেত্রে থুথু রক্ত মিশ্রিত হওয়ার ব্যপারে নিশ্চিত না হলে সেটি জামায় ভরলে তাতে রক্তের চিন্হ/গন্ধ না পাওয়া গেলে সেটি পাক বলে বিবেচিত হবে।