আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+2 votes
263 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (2 points)
বর্তমানে আমাদের এই যুগে সব কিছু ডিজিটালাইজ হওয়ার কারণে আমাদেরকে অনলাইনের শরনাপন্ন হতেই হই। আর যারা ছাত্র তাদের তো বেশিরভাগ সময়ই অনলাইন কোর্স করার প্রয়োজন হয়। সামর্থ্য না থাকার দরুণ অনেকে পাইরেসি নষ্ট করে এই কোর্স কোনো ওয়েবসাইট বা টরেন্টে থেকে ডাউনলোড করে কেউবা টাকা দিয়ে কোর্স কিনে। যেকোনো কিছুরই পাইরেসি নষ্ট করা হারাম সে সম্পর্কে সন্দেহ নেই। কিন্তু আমার কয়েকটা প্রশ্ন হলো, অন্য কেউ যদি নিজে কোর্স কিনে ডাউনলোড করে এবং ফেসবুক গ্রুপের মাধ্যমে বা অন্য যেকোনো মাধ্যমে চেনা-অচেনা একটা বিশাল জনগোষ্ঠীর সাথে শেয়ার করে সেক্ষেত্রে কি এটা পাইরেসি হিসেবে বিবেচিত হবে কিনা যেহেতু তিনি কোর্স কিনেই শেয়ার করছেন এবং যারা শেয়ার করার কোর্স থেকে ফায়দা নিবেন তারাও গুনাহগার হবে কিনা? আর যদি কেউ কোর্স কিনে তার অল্প সংখ্যক পরিচিতদের সাথে শেয়ার করেন সেক্ষেত্রেও তা কি পাইরেসি নষ্টের আওতাধীন হবে কিনা?

1 Answer

+1 vote
by (574,470 points)
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم

শরীয়তের বিধান হলো অনলাইনে  যেই সকল কোর্স প্রতিষ্ঠান "শুধুমাত্র তাদের শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত" বলেছেন,তা তাদের অনুমতি ছাড়া কপি করা ও ক্রয়-বিক্রয় করা শরীয়তে জায়েজ নেই। তবে যদি বাজারে এগুলো বা এগুলোর বিকল্প না পাওয়া যায়, কিংবা ক্রয় করা দুঃসাধ্য হয়ে পড়ে, তবে বাধ্য হয়ে ক্রয় করলে কোন অসুবিধা নেই। 
অন্যথায় এটা চুরি হিসেবে গন্য  হবে।

قوله تعالى- وَلاَ تَعَاوَنُواْ عَلَى الإِثْمِ وَالْعُدْوَانِ (سورة المائدة-2

অনুবাদ-তোমরা গোনাহ ও সীমালংঘনের ক্ষেত্রে কারো সহায়তা করনা।( সুরা মায়িদা-২)

قوله تعالى-وَالسَّارِقُ وَالسَّارِقَةُ فَاقْطَعُواْ أَيْدِيَهُمَا جَزَاء بِمَا كَسَبَا (سورة المائدة-38

অনুবাদ-চোর এবং চুরিকারিনীর হাত কেটে দাও তারা যা করেছে এর শাস্তিস্বরূপ (সুরা মায়িদা-৩৮)

قوله تعالى-وَقَدْ فَصَّلَ لَكُم مَّا حَرَّمَ عَلَيْكُمْ إِلاَّ مَا اضْطُرِرْتُمْ إِلَيْهِ وَإِنَّ كَثِيرًا لَّيُضِلُّونَ بِأَهْوَائِهِم بِغَيْرِ عِلْمٍ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِالْمُعْتَدِينَ (سورة الانعام-119

অনুবাদ-আর তোমাদের জন্য যা নিষিদ্ধ তা বিস্তারিত বর্ণনা করা হয়েছে তবে যেসব ক্ষেত্রে তোমরা বাধ্য হয়ে পর (তা ভিন্ন) আর অনেকেই ভ্রষ্ট হয় না জেনেই নিজেদের রীপুর কারণে, নিশ্চয় আল্লাহই অধিক জ্ঞাত সীমা লংঘনকারীদের ব্যাপারে।( সুরা আনআম-১১৯)

وفى سنن البيهقى الكبرى- عن أبي هريرة عن النبي صلى الله عليه و سلم أنه قال : من اشترى سرقة وهو يعلم أنها سرقة فقد اشرك في عارها واثمها ( سنن البيهقى الكبرى-كتاب البيوع، باب كراهية مبايعة من أكثر ماله من الربا أو ثمن المحرم، رقم-10608

অনুবাদ-আবু হুরায়রা রা: থেকে বর্ণিত যে, নবীজি সা: বলেছেন যে, যে ব্যক্তি কোন চুরির বস্তু চুরির মাল জেনেও ক্রয় করে তবে সেও সেই অপরাধে এবং গোনাহে শরীক হবে।(সুনানে বায়হাকী-৫/৩৩৫)

,

সুতরাং  কোনো ভাবে এই কোর্স না পাওয়ার ছুরতে কর্তৃপক্ষের কাছে থেকে 

অন্য কেউ যদি কোর্স কিনে ডাউনলোড করে এবং ফেসবুক গ্রুপের মাধ্যমে বা অন্য যেকোনো মাধ্যমে চেনা-অচেনা একটা বিশাল জনগোষ্ঠীর সাথে শেয়ার করে সেক্ষেত্রে  কর্তৃপক্ষের পক্ষ থেকে যদি অনুমতি না থাকে,তাহলে এটা পাইরেসি হিসেবে বিবেচিত হবে। যেহেতু তিনিই এই কোর্স কিনেছেন,সুতরাং এটা শুধু তার জন্যই।  যারা শেয়ার করে কোর্স থেকে ফায়দা নিবেন তারাও গুনাহগার হবেন।


কেউ কোর্স কিনে যদি তার অল্প সংখ্যক পরিচিতদের সাথে শেয়ার করেন সেক্ষেত্রেও  পাইরেসি নষ্টের আওতাধীন হবে।


★হ্যাঁ সে যদি কোর্সটি ক্রয় করার সময় কর্তৃপক্ষের কাছ থেকে এটা অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুমতি নিয়ে থাকে,তাহলে কোনো সমস্যা নেই।

এটি জায়েজ হবে।     


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

...