বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
■ হাদীস শরীফে এসেছে-
٢١- [عن جرير بن عبدالله:] قال قال رسول الله صلي الله عليه و سلم... ومَنْ سَنَّ في الإسلامِ سُنَّةً سيِّئةً فعليهِ وِزرُها، ووِزرُ مَنْ عمِلَ بِها من بعدِهِ، من غيرِ أنْ يُنقَصَ من أوْزارِهمْ شيءٌ
صحيح الجامع ٦٣٠٥ • صحيح •
রাসূল সা, বলেন- যে ব্যক্তি ইসলামের মধ্যে কোনো খারাপ প্রথা চালু করবে তার গুনাহ তার হবে এবং পরবর্তী যারা সেই কাজ করবে তাদের গুনাহও প্রথম ব্যক্তির হবে৷ তবে এতে পরবর্তীদের গুনাহে কোনো কমতি হবে না৷
■ আল্লাহ তায়ালা বলেন-
فَكُلُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ حَلَالًا طَيِّبًا وَاشْكُرُوا نِعْمَتَ اللَّهِ إِن كُنتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ
অতএব, আল্লাহ তোমাদেরকে যেসব হালাল ও পবিত্র বস্তু দিয়েছেন, তা তোমরা আহার কর এবং আল্লাহর অনুগ্রহের জন্যে কৃতজ্ঞতা প্রকাশ কর যদি তোমরা তাঁরই এবাদতকারী হয়ে থাক। (সূরা নাহল, আয়াত ১১৪)
■ তিনি অন্যত্রে বলেন-
وَكُلُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ حَلَالًا طَيِّبًا ۚ وَاتَّقُوا اللَّهَ الَّذِي أَنتُم بِهِ مُؤْمِنُونَ
আল্লাহ তা’য়ালা যেসব বস্তু তোমাদেরকে দিয়েছেন, তন্মধ্য থেকে হালাল ও পবিত্র বস্তু খাও এবং আল্লাহকে ভয় কর, যার প্রতি তোমরা বিশ্বাসী। (সূরা মায়েদা, আয়াত ৮৮)
★ সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
১, হ্যাঁ, যেইসব প্রতিষ্ঠানে শুধু ডিস এন্টিনার সার্বিস দেওয়া হয় সেইসব প্রতিষ্ঠানে চাকরী করা জায়েজ নেই৷
২, যেহেতু ডিসের প্রায় সব চ্যানেলই খারাপ কিছু প্রচার করে এবং সবাই জানে যে, গ্রাহকরা তা গুনাহের কাজেই ব্যবহার করবে৷ সুতরাং ডিস কর্তৃপক্ষরা গুনাহ করার সুযোগ করে দেওয়ার মাধ্যম হওয়ার কারণে গ্রাহকদের গুনারের একটা পার্চেন্ট ডিস কর্তৃপক্ষের হবে৷ তবে এতে গ্রাহকের গুনাহের মধ্যে কোনো কম করা হবে না৷