আমি একজন ডিপ্লোমা ডাক্তার, আমি উপজেলা হাসপাতালে এমনি রোগী দেখি+ড্রেসিং, কাঁটাছেড়া করি।(আমি এখানে চাকরি করি না,হাসপাতাল কর্তৃপহ্মের অনুমতি আছে কাজ করার জন্য,ভবিষ্যতে চাকরি হবে ইনশাআল্লাহ) আমি এলাকায় চেম্বার +ফার্মেসী দিব।সব রেডি করতে ২/৩ মাস সময় লাগবে।তাই এখানে কাজ করতেছি,পরিচিতি+কাজের চর্চা রাখার জন্য। এখন আমার জানার বিষয় হচ্ছে, এখানে কাজ করার সময় মাঝে মাঝে কেউ ১০০/২০০ টাকা দেয় এই বলে যে চা,পান খাবেন।বা খুশি হয়ে দিলাম।আমি চাই না।আমি এখন এই টাকা নিতে পারব কিনা?