আসসালামু আলাইকুম।
জুমার নামাজ পড়তে যাওয়ার সময় রাস্তার উপর ড্রেনের রডে আমার পা লেগেছিল (রাস্তার পাশের নালাগুলো নয়, রাস্তার উপর বা বিভিন্ন বিল্ডিংয়ের নিচে রডের খাঁচাওয়ালা যে ড্রেনগুলো থাকে)। নাপাকি নিয়ে সন্দেহে পড়ে যাই আমি, কারণ আমি নিশ্চিত নয় যে এখানে নাপাকি ছিল, আবার এটা একরি ড্রেন, নাপাকি থাকতেও পারে। কিন্তু তাও আমি নামাজ পড়ে নিয়েছি, আমার কাজটি কি সঠিক ছিল?
(২) কাপড় কতটুকু ভেজা হলে নাপাকি ছড়ায়?