আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
171 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (1 point)
১) মানুষকে মে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে সেই মাটিতেই কি তার দাফন হয়?

২) মৃত্যুর পর মানুষের আত্মা কবর থেকে বের হতে পারে?

৩) "মালাকুল মাউতের নাম আযরাইল" এর কোনো রেফারেন্স আছে?

৪) ব্যাকগ্রাউন্ডে কুরআন তেলাওয়াত চালু করে মোবাইলে অন্য কাজ করলে গুনাহ হবে?

1 Answer

0 votes
by (58,500 points)
edited by
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
আল্লাহ তায়ালা বলেন-
مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَىٰ
এ মাটি থেকেই আমি তোমাদেরকে সৃজন করেছি, এতেই তোমাদেরকে ফিরিয়ে দিব এবং পুনরায় এ থেকেই আমি তোমাদেরকে উত্থিত করব। (সূরা ত্বহা 55)

হাদীস শরীফে এসেছে-
[عن أشعث بن جابر الحداني:] سألَ إبراهيمُ عليهِ السلامُ ملكَ الموتِ واسمه عزرائيلَ ,,, فقال: يا ملكُ الموتِ، ما تصنعُ إذا كانتْ نفسٌ بالمشرقَ ونفسٌ بالمغربِ، ووقعَ الوباءُ بأرض أو التقى الزَّحْفانِ، كيفَ تصنعُ؟ قال: أدعو الأرواحَ بإذنِ اللهِ فتكونُ بينَ أصبعيَّ هاتينِ،,,,
ابن حجر العسقلاني (ت ٨٥٢)، فتاوى العقيدة ١/١١٤  •  رجال هذا السند يوثقون والحديث معضل  •  أخرجه أبو الشيخ في «العظمة» (٤٤٣)
আশআছ ইবনে জাবের রা, থেকে বর্ণিত যে, একদিন ইবরাহীম আ, মালাকুল মাউত যার নাম আজরাইল তাকে জিজ্ঞাসা করলেন যে হে মালাকুল মাউত! তুমি কি করো যখন একটি নফস পূর্বে ও আরেকটি নফসে পশ্চিমে থাকে এ অবস্থায় মহামারী চলে? তখন তিনি বলেন যে, আল্লাহর অনুমতি নিয়ে রুহদেরকে ডাকি৷ ফলে তা আমার দুই আঙ্গুলের মাঝে চলে আসে৷ ( ফাতওয়াল আকীদা, 1/114)

★ সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!

১, মানুষকে আল্লাহ তায়ালা মাটি থেকে সৃষ্টি করেছেন৷ আবার এই মাটিতেই তাকে দাফন করা হবে৷ বিষয়টি এমন নয় যে, তাকে যেই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে যেমন অমুক জেলার অমুক গ্রামের মাটি থেকে সৃষ্টি করা হয়েছে আবার সেখানেই তাকে দাফন করা হবে৷

২,মৃত্যুর পর মানুষের আত্মা আলামে আরওয়াহাতে অর্থাৎ রুহের জগতে যা  থাকে যা আসমানের উপরে, কবরে নয়৷ কবরে শুধু তার দেহটা পড়ে থাকে৷

৩, হ্যাঁ, মালাকুল মাউতের নাম আজরাঈল৷

৪, না, প্রশ্নোক্ত ক্ষেত্রে গুনাহ হবে না ইনশাআল্লাহ৷ তবে অনুত্তম হবে৷

(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী আব্দুল ওয়াহিদ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...