আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
145 views
in পবিত্রতা (Purity) by (108 points)
আসসালামু আলাইকুম হযরত কেমন আছেন

১, আমার ৪টি প্রশ্ন প্রথম প্রশ্ন হল আমার প্যান্টে   যদি প্রস্রাব ভরে দুইটি জায়গায় এবং দুইটি ভিন্ন ভিন্ন জায়গায় কিন্তু দুটির সম্মিলিত পরিমাণ  এক দিরহাম এর চেয়ে কম তাহলে কি উক্ত কাপড় পড়ে সালাত আদায় করা যাবে?
২,এর পরের প্রশ্ন হল যদি সম্মিলিত পরিমাণ 1 দিরহাম এর চেয়ে বেশি হয় কিন্তু প্রতিটি আলাদা আলাদা করে এক দিরহাম এর চেয়ে কম হয় তাহলে কি অই কাপড় পড়ে সালাত আদায় করা যাবে
৩,এর পরের প্রশ্ন হল যে আমার কাপড় যদি এক দিরহাম এর কম নাপাকি লাগে সেটা পড়ে তো সালাত আদায় করা যাবে কিন্তু সেখানে যদি পরবর্তীতে কোনো পবিত্র পানি পড়ে ভিজে যায় এলাকাটা যেটা এক দিরহামের চেয়ে বেশি  হয় তাহলে কি সেই কাপড় পড়ে নামাজ পড়া যাবে কিনা
৪,1 নং ক্ষেত্রে উক্ত কাপড় পড়ে যদি সালাত আদায় জায়েজ না হয় তাহলে উক্ত কাপড় পড়ে যদি ইতিমধ্যে সালাত আদায় করে থাকে তাকে পুনরায় আদায় করতে হবে কিনা

1 Answer

0 votes
by (590,550 points)
edited by

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহাম।
জবাবঃ-
নাজাসতে গালিজার বিধান হল,এক দিরহার তথা আমাদের দেশে কাচা পাঁচ টাকার সিক্কার পরিমাণ হলো ক্ষমাযোগ্য। এর বেশী হলে ধৌত করা ব্যতীত নামায হবে না।তবে এক দিরহাম বা তার চেয়ে কম পরিমাণ হলে যে ধৌত করা ব্যতীত রেখে দেয়া হবে,বিষয়টা আসলে এমন নয়,বরং যতসামান্য হলেও সেই নাজাসতকে ধৌত করতে হবে।কোনো কারণে ধৌত করা সম্ভব না হলে,নাজাসতে গালিজার বেলায়,এক দিরহাম পরিমাণ ধৌত না করলেও নামায হবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/118
(১)
যেহেতু উভয় স্থানের নাজাসতকে একত্রিত করার পরও এক দিরহাম থেকে কম রয়েছে,তাই উক্ত কাপড় দ্বারা নামায হবে।এতে কোনো সমস্যা হবে না।

(২)
সম্মিলিত পরিমাণ এক দিরহাম থেকে বেশী হলে, উক্ত কাপড় দ্বারা নামায হবে না।

(৩)
এক দিরহাম থেকে কম পরিমাণ নাজাসত যদি কোনো কাপড়ে লাগে, এবং পানি পড়ে সেই নাজাসতের ব্যপ্তি এক দিরহাম থেকে বেশী হয়ে যায়, তাহলে উক্ত কাপড় পরিধান করে আর নামায পড়া যাবে না।

(৪)
যেহেতু নামায ফাসিদ হয়নি, তাই এ প্রশ্নের জবাব প্রদানেরও কোনো প্রয়োজনিয়তা নাই।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...