১।৩ জন মিলে ৬০ হাজার টাকা দিয়ে ব্যবসা করার সিদ্ধান্ত নিল। একজন দিল ৩০ হাজার টাকা, একজন ২০ হাজার টাকা, একজন ১০ হাজার টাকা দিল।তারা সিদ্ধান্ত নিল লাভ হওয়ার পর প্রত্যেকে মূল টাকা যত দিয়েছিল তত নিবে ও লাভের টাকা ৩ ভাগ করবে।ক্ষতি হলে কি করবে এরূপ সিদ্ধান্ত নেয় নি।এমতাবস্থায় যদি ৬০ হাজার টাকাই ক্ষতি হয় তাহলে কে কত টাকা ক্ষতি বহন করবে?যে যত দিয়েছিল তত অর্থাৎ ৩০ হাজার ,২০হাজার,১০হাজার।নাকি যেহেতু সিদ্ধান্ত নিয়েছিল লাভের টাকা ৩ ভাগ করবে তাই ক্ষতিও প্রত্যেকে সমান বহন করবে,,অর্থাৎ ২০ হাজার টাকা করে।
২।একজন অবিবাহিত মেয়ে ও একজন অবিবাহিত ছেলে যদি তাদের বিবাহের পূর্বে কামভাব নিয়ে কথা বলে,,স্পর্শ করে,,এবং মনে মনে সহবাস করার বাজে চিন্তা ভাবনা করে,,,শুধু ভাবে,,তাহলে কি তাদের মধ্যে হুরমিত সাব্যস্ত হবে?