পিতার মৃত্যুর পর উনার সমুদয় সম্পত্তি উদ্ধার হয়নি, এবং স্ত্রী বা ছেলেমেয়েদের মধ্যে মালিকানাও স্থাপিত হয়নি নির্ধারিত করে। ছেলেমেয়েরা কেউ যাকাত বা কুরবানির নিসাব সম্পদের মালিক নন আলাদাভাবে।
এমতাবস্থায়, ব্যাংকে জমা থাকা সম্পদ এবং অন্যান্য স্থাবর অস্থাবর সম্পদের ভবিষ্যৎ উত্তরাধিকারী হিসেবে কি এই পরিবার পিতার সম্পদের উপর ওয়াজিব হিসেবে, তাদের অথবা পিতার পক্ষ থেকে কুরবানী আদায় করতে বাধ্য হবে?