আসসালামু আলাইকুম।
আমি শুনেছি মূত্রত্যাগের অনুভূতি ইচ্ছা করে চাপিয়ে রেখে নামাজ পড়া জায়েজ নেই। এখন প্রশ্ন হলো, এই হাদিসটি কি সব ক্ষেত্রেই প্রযোজ্য? যেমন মূত্রত্যাগের অনুভূতি কখনো খুব জোড়ালো হতে পারে যে নাড়াচাড়া না করলেই চাপ অনুভব হয়। কিন্তু অনেক সময় খুব সামান্য অনুভূতি জাগে, অর্থাৎ মূত্রত্যাগের চাপ এড়িয়ে যাওয়া সম্ভব। এড়িয়ে যাওয়া সম্ভব হলেও কি নামাজ নাজায়েজ হবে? নাকি এই হাদিসটি কেবল জোড়ালো মূত্রত্যাগের চাপে যখন মূত্রত্যাগ না করলে অস্বস্তি অনুভব হয়, সে সময়ের ক্ষেত্রে প্রযোজ্য?