আসসালামু আলাইকুম।
হানাফি মাযহাব অনুযায়ীই, কয়েকজন সাক্ষীর উপস্থিতিতে,অভিভাবকদের না জানিয়ে একটা ছেলে এবং একটা মেয়ে বিয়ে করেছিল।
বিয়ের পর তারা এইপর্যন্ত এক বাসায় থাকে নাই। সহবাস করে নাই।
একবার সেই স্বামী, তার স্ত্রীকে বলছেঃ
" অমুক কাজ করবা না, করলে তালাক।"
★এই বাক্য একই মজলিসে অথবা ফোনে স্ত্রীর সাথে কথা বলার সময় পরপর তিনবার বলেছে এভাবেঃ
প্রথমবার বলেছে "অমুক কাজ করবা না, করলে তালাক।
দ্বিতীয়বার বলেছে " সাবধান, অমুক কাজ কইরো না কিন্তু, করলে তালাক।"
তৃতীয়বার বলেছে "অমুক কাজ যতবার করবা ততবার তালাক।"
★ঐ বাক্য, স্বামী একই মজলিসে অথবা ফোনে স্ত্রীর সঙ্গে কথা বলার সময় তিনবার বলার পরও,স্ত্রী ঐ কাজ করেছে,
এই পর্যন্ত স্ত্রী সেই কাজ অনেকবার করেছে।
ক) তাদের মাঝে কি আর বৈবাহিক সম্পর্ক আছে???
খ) তারা তাদের ভুল বুঝতে পেরেছে তারা ঘর- সংসার করতে চায়,তাদের করণীয় কি?
গ) স্ত্রী কি সেই কাজ আর কখনোও করতে পারবে???