বিসমিল্লাহির রাহমানির
রাহিম।
জবাবঃ
১. প্রচলিত
লটারীতে শরিয়তের নিষিদ্ধميسر (জুয়া)-এর উপস্থিতি৷ জুয়া বলা হয় এমন
লেনদেনকে যাতে এক পক্ষের ক্ষতির উপর অপরপক্ষের লাভবান হওয়া নির্ভর করে ৷ লটারীতে
ঠিক এমনই ৷ কারণ লটারীতে কয়েকজন টাকা দিয়ে প্রবেশ আর যে কোনো একজন বিজয়ী হওয়ার
মাধ্যমে সব টাকাগুলো নিয়ে যায়। আর অন্যরা তা থেকে মাহরুম হয়। সুতরাং এটা জুয়ার
অন্তর্ভুক্ত যা নিষিদ্ধ ৷
আর জুয়া হারাম
হওয়ার ব্যাপারে মহান আল্লাহ তা'আলা বলেন-
يا ايها الذين امنوا انما الخمر والميسر
والانصاب والازلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون.
"হে মুমিনগণ! মদ, জুয়া, মূর্তিপূজার বেদী
ও ভাগ্য নির্ণায়ক শর ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ৷
সুতরাং তোমরা উহা বর্জন কর- যাহাতে তোমরা সফলকাম হইতে পারো৷" (সূরা মায়িদা, আয়াত: ৯০)
২. শরিয়তের
নিষিদ্ধ جهالة ( অজ্ঞতা )- এর উপস্থিতি৷ লটারী মূলত সম্পদ
বিনিময়ের এমন এক ধরনের চুক্তি যাতে মারাত্মক ধরনের جهالة (অজ্ঞতা) রয়েছে৷
কেননা গ্রাহক লটারীতে অংশ গ্রহণ করে সম্ভাব্যের উপর ভিত্তি করে যা ঘটতে পারে, অর্থাৎ বিজয়ী হতেও
পারে আবার নাও পারে। ফলে লটারীতে অংশ
গ্রহণকারীর পরিমাণটা অজ্ঞাত থেকে যায়৷ আর লেনদেনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয়
হলো ان تكون العاقبة معلومة অর্থাৎ পরিণামটা জ্ঞাত হওয়া৷ আর যে লেনদেনে
অজ্ঞতা রয়েছে তা শরীয়তের দৃষ্টিতে অবৈধ৷ যেমন ফাতাওয়ায়ে হিন্দিয়াতে উল্লেখ করা
হয়েছে-
...فبيع
المجهول جهالة تفضي إليها غير صحيح.
"অতএব অস্পষ্ট বিষয় যাতে
বিতর্কের সম্ভাবনা রয়েছে, তার লেনদেন
চুক্তি অবৈধ৷"
(ফাতাওয়ায়ে হিন্দিয়া: ৩/২)
৩. শরীয়তের
নিষিদ্ধ غرر (গারার)- এর উপস্থিতি৷
হাদীস শরীফে
এসেছে- نهي عن بيع
الغرر অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
সকল লেনদেনে সব ধরনের غرر কে নিষিদ্ধ করেছেন৷( সহীহ
মুসলিম:২/২)
ইমাম সারাখসী রহ.
غرر এর সংজ্ঞা এভাবে দিয়েছেন যে,
ما يكون مستور العقبة.
অর্থাৎ যার
পরিণাম অস্পষ্ট তা-ই গারার৷(আল মাবসূত:১২/১৯৪)
শাইখুল ইসলাম
ইবনে তাইমিয়া রহ. বলেন-
الغرر هو مجهول العاقبة، فإن بيعه من
الميسر الذي هو القمار.
"গারার হচ্ছে ঐ কারবার যার
পরিণাম অনিশ্চিত৷ কারণ এর দ্বারা সেটা
ميسر (মাইসির) এর
অন্তর্ভুক্ত হয়ে যায় যা জুয়ারই অপর নাম৷"
(মাজআতুল ফাতাওয়া ইবনে তাইমিয়া:২৯/২২)
আর আমরা দেখি যে, লটারীতেও পরিণামটা অস্পষ্ট থাকে৷ অংশগ্রহণকারীরা পাবে না পাবে না
এটা অস্পষ্ট ও অনিশ্চিত৷ আর এটাই উল্লেখিত গারারের অন্তর্ভুক্ত যা হাদীস দ্বারা নিষিদ্ধ৷
★ সু-প্রিয়
প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
না,
প্রশ্নে বর্ণিত লটারীও জায়েজ হবে না। কারণ এখানেও শরীয়তের নিষিদ্ধ জুয়া, অজ্ঞতা ও গারার
বিদ্যমান রয়েছে।