আসসালামু আলাইকুম।
একবার স্বামী- স্ত্রী একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য গিয়েছিল।
ঐ রেস্টুরেন্টে অন্যান্য কাস্টমার ছিল।
ঐ রেস্টুরেন্টের এক পাশে একটা বড় রুমের ভিতর ২/৩ টা টয়লেট ছিল এবং ঐ বড় রুমের বাকি জায়গায় ২/৩ টা বেসিন ছিলো হাত ধোঁয়ার জন্য।
অর্থাৎ,টয়লেটগুলো এবং বেসিনগুলো ঐ বড় রুমের মধ্যে অবস্থিত।
উল্লেখ, টয়লেটের ভিতর বেসিন না কিন্তু। টয়লেটের বাহিরে কিন্তু ঐ বড় রুমের ভিতরে বেসিনগুলো ছিল।
আমারা দুইজন জাস্ট একসাথে ঐ বড় রুমের ভিতর গিয়ে বেসিনে হাতটা ধুয়ে চলে আসছি।বড় রুমের দরজা খোলা ই ছিল।
উল্লেখ আমাদের ঐ বড় রুমে হাত ধুতে যাওয়ার অনেকক্ষণ আগেও একটা মানুষকে হাত ধুঁয়ে/টয়লেট করে ঐ বড় রুম থেকে বের হতে দেখেছি।
কিন্তু আমারা যখন হাত ধুইতে ঢুকি তখন ঐ বড় রুমে আর কেউ ছিলো না।
এটা কি খালওয়াতে সহীহা হবে?