বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
নামাযে রয়েছে কিছু ফরয এবং কিছু ওয়াজিব ও কিছু সুন্নত ও মুস্তাহাব।
নামাযে রুকু ও সিজদার তাসবিহ পড়া সুন্নত।সুন্নত তরক হলে নামায ফাসিদ হয় না।এবং সিজদায়ে সাহুও দিতে হয় না।কেননা সিজদায়ে সাহু ওয়াজিব হয় শুধুমাত্র নামাযের কোনো ওয়াজিব তরক হলে বা নির্দিষ্ট স্থানে কোন ওয়াজিব আদায় না করলে।নামাযের কোনো ফরয তরক করলে নামাযই ফাসিদ হয়ে যাবে।এক্ষেত্রে সিজদায়ে সাহু দিলেও আর নামায বিশুদ্ধ হবে না।
সু-প্রিয় পাঠকবর্গ ও প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার অত্যন্ত খেয়াল করে মনোযোগের সাথে নামায পড়া উচিত ছিল। এখন আপনার জন্য করণীয় হলো, উক্ত তাসবীহ সহীহ শুদ্ধ করে নেওয়া , যাতে ভবিষ্যতে আর এমনটা না হয়। নতুবা নামায মাকরুহ হয়ে যাবে।আপনার বর্ণনাকৃত অবস্থায় পূর্বের সমস্ত নামায হয়ে গেছে।সেগুলো পুনরায় ক্বাযা করার কোন প্রয়োজন নেই।