জনাব মুফতি সাহেব আসসালামুআলাইকুম ।
কিছুদিন পূর্বে আমি আমার স্ত্রী কে তালাক দিলাম এই ভাবে দিলাম যে তালাক তালাক তালাক।
এখন প্রশ্ন হচ্ছে
যদি কোন স্বামী স্ত্রী সহবাস না করে নিম্নোক্ত কর্মকান্ড গুলো করে তাহলে কি তার খালওয়াতে সহীহ হবে ? আর তালাকের বিধান কি হবে ?
১।একদিন আমরা একটা রেস্টুরেন্টে এ গেছিলাম ।রেস্টুরেন্ট এর উপর চারদিকেই মানুষ ছিল ।আমি যেখানে বসছি সেখানেও কোন দরজা ছিল না খোলা মেলাই বলতে গেলে কারন যে কেউ হাটলে ও দেখা যায় এবং আমদের কে দেখা যাবে ।আমরা কি করবো সেটা বুঝা যাবে যে কেউ এখানে আসতে পারে। কেউ হাটলেও তাকে দেখা যায় । আমাদের কাছে ও যিনি খাবার সার্ভ করেন তিনি আসতেন কিছুক্ষন পর পর । আমি ওনেক রিস্ক নিয়ে স্পর্শ করছি । কারন ছারপাশেই মানুষ ছিল । এমতাবস্থায় সহবাস চাইলেও সম্ভব না কারন সহবাস প্রতিবন্ধক ছিলো । খাবার পরিবেশন লোক কিছুক্ষন পর পর এই আসে । তার মানে এখানেও তো সহবাসের প্রতিবন্ধকতা আছে ।
২. আমরা পার্কে গেছিলাম ।পার্ক তো চারপাশেই মানুষ । পার্ক তো চার পাশেই খোলা মেলা । চাইলেও কিন্তু সহবাস করা যাবে না ।পার্কে তো ছারপাশেই মানুষ । তার মানে এখানেও প্রতিবন্ধক ছিলো ।
৩. এক দিন কলেজ ক্যাম্পাসের সিড়িতেও একে অপরে স্পর্শ করেছি । কলেজ এর লাইব্রেরিতে কেরানি এবং শিক্ষক ছিল ।আর সিড়িঁতে তো হাটাঁ চলা আছেই যে কোন ছাত্র শিক্ষক এর হাটাঁ তলা আছেই ।আর সিড়িঁতে যে কোন সময় যে কেউ এই সিড়িঁতে আসতে পারতো সিড়িঁতে তো সহবাস করা যাবেই না । সিড়িঁতে সব সময় চলাফেড়া আছেই ।তার মানে সহবাস এর জন্য প্রতিবন্ধকতা আছে ।
৪. একদিন হাসপাতালালে দিনের বেলা রুম এর ভিতর আমি আমার স্ত্রী আর নানা এবং মামী ছিল । ওনারা নিছ তলায় গেছিলো কিছুর জন্য । কিন্তু দরজা খোলা ছিল এবং বাহিরে মানুষ ছিলো ।দরজা খোলা থাকলে তো সহবাস করা যাবে না ।আর যে কেউ এই দেখবে হাটাঁ চলার সময় ।যে কেউ এই এখানে প্রবেশ করার সুযোগ ছিলো ।যেহেতু দরজা খোলা ।আর নানা মামি তো আছেই ।আমার ভাগিনা ও ছিল ও তো আসতে পারতো । আর উপরের তলায় মানুষ ও ছিলো তবে কম । তার মানে এখানেও একটা সহবাস প্রতিবন্ধকতা আছে ।
দয়া করে উপরে উল্লেখিত সব কিছু পড়ে আমাকে উত্তর দিবেন , কারন আপনার উত্তর পেয়েই আমি আবার আমার স্ত্রীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব। জাযাকাল্লাহু খাইরান ।আল্লাহ মহান ।