আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
811 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (44 points)
আর আমরা কবরে গেলে যে সূরা ফাতিহা ১
ইখলাস ৩
ফালাক ১
নাস ১
দরূদ ১
পড়ে মুনাজাত করি এটা৷
কি হাদিসে পাওয়া যায়?  নাকী সালফে সালেহিনের আমল???
একটু দলিল সহ জানা প্রয়োজন ছিল

1 Answer

0 votes
by (565,890 points)
edited by
উত্তর

بسم الله الرحمن الرحيم 


নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর যিয়ারতের এই তরীকা বলেছেন যে, কেউ যখন কবরস্থানে যায়, তো কবরবাসীদের যেন এ বলে সালাম দেয়-


السلام عليكم دار قوم مؤمنين، أنتم لنا فرط ونحن لكم تبع، وإنا إن شاء الله بكم لاحقون، نسأل الله لنا ولكم العافية.


অর্থ : হে মুমিনদের বসতি! তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তোমরা আমাদের পূর্বসূরী আর আমরা তোমাদের উত্তরসূরী। আর ইনশাআল্লাহ আমরা তোমাদের সাথে যুক্ত হব। আমরা আল্লাহর কাছে আফিয়াত চাই। আমাদেরও জন্য এবং তোমাদেরও জন্য।-মুসলিম ১/৩১৩,৩১৪; সুনানে নাসায়ী ১/২২২; মুসনাদে আহমাদ, হাদীস ২২৯৮৫


এরপর কবরবাসীর জন্য মাগফিরাতের দুআ করবে এবং কিছু পড়ে ঈসালে ছওয়াব করবে। 

,

হাদীসে কিছু কিছু সূরার কিছু বিশেষ ফযীলতও উল্লেখিত হয়েছে। তেমনি দরূদ শরীফেরও ফযীলত এসেছে। তো দরূদ শরীফ, সূরা ফাতিহা, আয়াতুল কুরসী, সূরা ইখলাস এবং আরো যেসব সূরা ইচ্ছা পড়ে ঈসালে ছওয়াব করবে। ওখানের দুআ হয়তো হাত না উঠিয়ে করবে অথবা কবরের দিকে পিঠ দিয়ে কিবলামুখী হয়ে করবে। -ফাতাওয়ায়ে আলমগীরী খ. ৫ পৃ. ৩৫০ কিতাবুল কারাহিয়্যা


 তিরমিজি শরীফে এসেছেঃ 

 إن سورۃ من القرآن ثلاثون آیۃ ، شفعت لرجل حتی غفر لہ ، و ھي سورۃ تبارک الذی بیدہ الملک

 الجامع للترمذي ، حدیث نمبر : ۲۸۹۱ ۔محشی ۔

যার সারমর্ম হলো রাসুল সাঃ বলেন যে কুরআন শরীফে ৩০ আয়াত সম্বলিত একটি সুরা রয়েছে যে কোনো মাইয়্যেতের জন্য পড়া হলে তার গুনাহ মাফ করা হয়। সেটা হলো মুলক সূরা।     


আরেক হাদীসে এসেছেঃ

ھي المانعۃ ، ھي المنجیۃ ، تنجیہ من عذاب القبر) الجامع للترمذي ، حدیث نمبر : ۲۸۹۰ 

এই সুরা (মুলক সুরা) কবরের আযাব থেকে নাজাত দেয়।

,

★সুতরাং প্রশ্নে উল্লেখিত যে বিশেষ সংখ্যার কথা বলে হয়েছে,এটা সলফে সালেহিন দের আমল। 

হাদীস শরীফে এমন বিশেষ পদ্ধতিতে,বিশেষ সংখ্যা অনুপাতে দোয়া করার কথা নেই।      


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...