ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
জ্বী, তারগীব ও তারহিব গ্রন্থে এরকম বর্ণিত রয়েছে।
(২)
আপনি যে ক্রমিকে বুখারীর রেফারেন্স দিয়েছেন, সেই ক্রমিকে গিয়ে আমরা নিম্নোক্ত হাদিসটি পেয়েছি।আপনার বর্ণিত হাদিসটি পাইনি।
হাদিসটি ৫০৬৯ নং ক্রমিকে শামেলাতে বর্ণিত রয়েছে।
সা‘ঈদ ইবনু যুবায়র (রহঃ) হতে বর্ণিত।
عَلِيُّ بْنُ الْحَكَمِ الأَنْصَارِيُّ حَدَّثَنَا أَبُوْ عَوَانَةَ عَنْ رَقَبَةَ عَنْ طَلْحَةَ الْيَامِيِّ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ قَالَ قَالَ لِي ابْنُ عَبَّاسٍ هَلْ تَزَوَّجْتَ قُلْتُ لاَ قَالَ فَتَزَوَّجْ فَإِنَّ خَيْرَ هٰذِهِ الأُمَّةِ أَكْثَرُهَا نِسَاءً.
তিনি বলেন যে, ইবনু ‘আব্বাস (রাঃ) আমাকে বললেন, তুমি কি বিয়ে করেছ? আমি বললাম, না। তিনি বললেন, বিয়ে কর। কারণ, এই উম্মাতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তির অধিক সংখ্যক স্ত্রী ছিল।(সহীহ বোখারী-৫০৬৯)
সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
এ বর্ণনাদ্বয় বিশুদ্ধ ।