আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
780 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (60 points)
বিয়ে জন‍্য দীনদার পাত্রী প্রয়োজন। কিন্তু শুধু পর্দাশীল হলেই সে দীনদার হবে এটা অনেক সময় ভুল প্রমাণিত হয়। তাহলে কিভাবে পাত্রীর দীনের ব‍্যাপারে কমিটমেন্ট বুঝতে পারবো?

আর বিয়ের জন‍্য পাত্রী দেখতে গেলে শারীরিকভাবে কতটুকু দেখা জায়েজ?
by
মেয়ে ডা: বয়স ২৫। মা ও বাবা সরকারী কর্মকর্তা। ০১৯১১৩৩৩৬৫৫

1 Answer

0 votes
by (597,330 points)
reshown by
বিসমিল্লাহির রাহমানির রাহীম

জবাবঃ-
এক যুদ্ধাভিযানে হযরত উসামা রাযি একব্যক্তিকে কালেমা পড়ার পরও হত্যা করলে রাসূলুল্লাহ সাঃ বললেন,
أَقَالَ: لا إِلهَ إِلَّا اللَّهُ وَقَتَلْتَهُ؟! قلتُ: يَا رسولَ اللَّهِ! إِنَّمَا قَالَهَا خَوْفًا مِنَ السِّلاحِ، قَالَ: أَفَلا شَقَقْتَ عَنْ قَلْبِهِ حَتَّى تَعْلَمَ أَقَالَهَا أَمْ لا؟
হে উসামা! তুমি কি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরও তাকে হত্যা করেছো? উসামা জবাবে বললেন,ইয়া রাসূলুল্লাহ! ঐ ব্যক্তি তো বাঁচার জন্য কালেমা পড়েছে। রাসূলুল্লাহ সাঃ উত্তরে বললেন,তুমি কি তার অন্তরকে ফেঁড়ে দেখেছো যে, সে সত্য বলছে নাকি মিথ্যা বলছে?(সহীহ মুসলিম-৭৫)

উক্ত হাদীসের আলোকে বুঝা গেল যে,শরীয়তের বিধি-বিধান মানুষের বাহ্যিক অবস্থার প্রতি লক্ষ্য করেই আরোপিত হয়।তাই বাহ্যিক অবস্থা তথা পর্দা ইত্যাদি দেখে যখন প্রবল ধারণা জন্মিবে যে, পাত্রী দ্বীনদার, তখনই উক্ত পাত্রীকে দ্বীনদারির ভিত্তিতে অগ্রাধিকার দেয়া হবে। হ্যা কোনো মহিলার বিষয়ে সম্পর্কে যদি প্রমাণিত হয় যে,সে পর্দা করার পরও গোনাহে লিপ্ত রয়েছে, তখন তাকে অগ্রাধিকার দেয়া যাবে না।ব্যাপকভাবে পর্দানশিন মহিলা দ্বীনদার নয় সেটা বলা যাবে না।হ্যা মাঝেমধ্যে ফিতনাবাজরা নিজের দোষকে গোপন রাখতে পর্দার আশ্রয় নিয়ে থাকে।

কনে দেখার সময় কনের মুখ,পা,হাত দেখা যাবে।
اتفق الحنفية والمالكية والشافعية على أن ما يباح للخاطب نظره من مخطوبته الحرة هو الوجه والكفان ظاهرهما وباطنهما إلى كوعيهما لدلالة الوجه على الجمال، ودلالة الكفين على خصب البدن، وهناك رواية عند الحنفية أن القدمين ليستا بعورة حتى في غير الخطبة.
হানাফি, শা'ফেয়ী, এবং মালিকী মাযহাব মতে মাখতুবাহ তথা পাত্রীর মূখ এবং দুনু হাত দেখা খাতিব তথা পাত্রর জন্য জায়েয আছে।দুনু হাতের বাহির ভিতর সব দেখাই জায়েয আছে।কেননা চেহারা সুন্দর্যর উপর প্রমাণ বহন করে এবং দুনু হাত শারিরিক গঠনের উপর প্রমাণ বহন করে।হানাফি মাযহাব মতে টাখনু পর্যন্ত পা সতরের অন্তর্ভুক্ত নয়।এমনি কারো সামনেও।(আল মাওসুআতুল ফেকহিয়্যাহ-১৮/১৯৯)


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...