জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
(০১)
শরীয়তের বিধান মতে সংরক্ষিত প্রকাশনায় প্রকাশকের অনুমতি ব্যতীত ঐ প্রকাশনার কোনো কপি করা যাবে না।
,
এটি উক্ত প্রকাশনীর সাথে ধোকা দেওয়া হবে।
,
হাদীস শরীফে এসেছেঃ
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا»
হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ যে ধোঁকা দেয়, সে আমার উম্মতের অন্তর্ভূক্ত নয়। {মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস নং-২৩১৪৭, সহীহ মুসলিম, হাদীস নং-১৬৪, সুনানে দারেমী, হাদীস নং-২৫৮৩, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-২২২৫, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৪৯০৫}
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ
হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ মুসলমানগণ তার শর্তের উপর থাকবে। {সুনানে আবু দাউদ, হাদীস নং-৩৫৯৪, সুনানে দারা কুতনী, হাদীস নং-২৮৯০, শুয়াবুল ঈমান, হাদীস নং-৪০৩৯}
,
★সুতরাং প্রশ্নে উল্লেখিত পিডিএফ যদি সংরক্ষিত প্রকাশনার না হয়,বা হলেও তাদের অনুমতি নিয়েই পিডিএফ বানানো হয়,তাহলে তাহা ব্যবহার জায়েজ আছে।
নতুবা জায়েজ হবেনা।
,
(০২)
এক্ষেত্রেও প্রথম জবাব দ্রষ্টব্য।
তবে আপনি যেই ছুরতের কথা উল্লেখ করেছেন,এমনটি করার পর আপনার আর বান্দার হক নষ্টের গুনাহ হবেনা।
,
★বিভিন্ন কোচিং এর বিগত সালের সেই প্রশ্নগুলো অন্যাদের ব্যাবহার করাতে যদি সেই কোচিং কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা থাকে,তাহলে এমনটি জায়েজ হবেনা।
অন্যথায় জায়েজ আছে।
,
(০৩)
বৈধ পদ্ধতিতে সেগুলো জোগাড় করতে পারলে সেগুলো পড়ে জ্ঞানার্জন করা জায়েজ আছে।
,
(০৪)
অর্থঃ
হে আল্লাহ! তুমি আমাকে প্রতিভাবান,বিচক্ষনতা সম্পন্ন স্মরণশক্তি দান করো ।
দোয়াটি কুরআন হাদীসে বর্ণিত নেই।
তবে জরুরি মনে না করে আমল করা যেতে পারে,প্রতিভাবান জ্ঞানের অধিকারী হবেন,ইনশাআল্লাহ।