বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
https://www.ifatwa.info/27194 নং আর্টিকেলে আপনাকে বলেছি।আমরা যখন একবার অপারগতা প্রকাশ করেছি, তাই আবার প্রশ্ন করা আপনার জন্য উচিৎ হয়নি।
আমরা বলেছিলাম যে,
হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাযি থেকে বর্ণিত,
عن عبد الله بن سلام -رضي الله عنه- قال: خَرَجَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى نَاسٍ مِنْ أَصْحَابِهِ وَهُمْ يَتَفَكَّرُونَ فِي خَلْقِ اللهِ ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:" فِيمَ تَتَفَكَّرُون " ، قَالُوا: نَتَفَكَّرُ فِي اللهِ قَالَ:" لَا تُفَكِّرُوا فِي اللهِ ، وَتَفَكَّرُوا فِي خَلْقِ اللهِ
সারমর্মঃ
রাসূলুল্লাহ সাঃ বলেন,তোমরা আল্লাহকে নিয়ে চিন্তা ফিকির করবে না।বরং আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা গবেষণা করবে।
(হিলয়াতুল আউলিয়া-৬/৬৬)
(আত-তারগিব ওয়াত-তারহিব-৬৭৩)
عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ، عَنْ أَبِيهِ ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ( تَفَكَّرُوا فِي آلَاءِ اللَّهِ ، وَلَا تَفَكَّرُوا فِي اللَّهِ )
রাসূলুল্লাহ সাঃ বলেন,তোমরা আল্লাহর নিয়ামত নিয়ে চিন্তা গবেষনা করো।আল্লাহকে নিয়ে চিন্তা গবেষনা করবে না।(বায়হাক্বী-৯২৭,তাবারানি-১২১১১)
আপনি যতগুলো বিষয় জানতে চাচ্ছেন, তার সবগুলো একই সাথে কোনো কিতাবে লিপিবদ্ধ পাবেন না।তাই আপনার প্রতি বিশেষ পরামর্শ হল, বেশী জানার চেয়ে যতটুকু জানেন,সেই গুলির উপর আ'মল করার চেষ্টা করেন।যেন কোনো কিছুই আপনার আমল থেকে বাদ না পড়ে।
হ্যা আপনি আশরাফ আলী থানভী এবং মুফতি শফি ও মুফতি তাকি উসমানির যতগুলো কিতাব বাজারে পাবেন, তার সবগুলিই আয়ত্বে নিয়ে আসার চেষ্টা করবেন।
তাজবীদ জানার জন্য জামালুল কুরআন কিতাব খানা সংগ্রহ করবেন।নামায ও তাহারাত জানার জন্য ফাতাওয়ায়ে আলমগিরি বাংলা সংগ্রহ করবেন।এবং রাসূলুল্লাহ এর নামায কিতাবখানাও সংগ্রহ করবেন।কুরআন তরজমা জানার জন্য তাফসীরে মা'রিফুল কুরআন কিতাবখানা সংগ্রহ করবেন।
হাদীসের তরজমা জানার জন্য মিশকাত বাংলা সংগ্রহ করবেন।
আকিদা সম্পর্কে জানতে,ইসলামি আকিদা ও ভ্রান্ত মতবাদ কিতাব খানা সংগ্রহ করে নিবেন।