বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
ইচ্ছাকৃত জোহরের আগের সুন্নতকে জোহরের ফরয নামাযের পর পড়া মাকরুহ।তথা গোনাহ হবে। অনিচ্ছায় হলে কোনো গোনাহ হবে না।
(২)
https://www.ifatwa.info/1058 নং ফাতাওয়ায় আমরা বলেছি যে,
ফাতাওয়ায়ে মাহমুদিয়্যাহ;১৯/১৯৩ এ নারীদের আওয়াজ সতরের অন্তর্ভুক্ত হওয়ার (মারজুহ) রেওয়াতকে বর্তমান প্রেক্ষাপটে অগ্রাধিকার দিয়ে বলা হয়েছে যে,পর-পুরুষের সামনে মহিলা বক্তৃতা দিতে পারবে না।বক্তৃতা প্রদান জায়েয হবে না।
যেহেতু নারীকন্ঠ মূলত সতরের অন্তর্ভুক্ত নয়,তাই ফিৎনার আশংকা না থাকলে তথা বৃদ্ধ মহিলা বা বিশেষ প্রয়োজন থাকলে তাদের কন্ঠ শুনার অনুমোদন দেয়া যেতে পারে।সতর্কতামূলক এত্থেকে বেঁচে থাকাই উত্তম।
মহিলা মাদরাসায় পড়ানো বা সরকারি চাকুরীতে জয়েন হওয়া নাজায়েয বা হারাম নয়। সুতরাং মহিলা মাদরাসার উস্তাদ বা সরকারি হালাল চাকুরীজীবিদের পিছনে নামায বিশুদ্ধ না হওয়ার কোনো প্রশ্নই আসে না।
যারা নামায বিশুদ্ধ হবে না বলে ফাতাওয়া দিয়ে থাকেন, তাদের নিকট আবেদন করুন দলীল প্রমাণ পেশ করতে।
যারা নামায বিশুদ্ধ হওয়ার ফাতাওয়া দেন, তারাতো নিময় মতই বলছেন, যারা নামায অশুদ্ধ হওয়ার ফাতাওয়া দিবেন, তাদের উপর জরুরী যে, তারা দলীল প্রমাণ পেশ করবেন।