আসসালামু আলাইকুম।
'আর-রহমান" "আস-সামাদ" "আল-খালিক" এগুলো আল্লাহ তা'আলার নাম। অনেকেই আছেন যাদের নাম আবদুর-রহমান আবদুস-সামাদ আবদুল-খালেক আবদুল-ওয়াহাব। কিন্তু সমাজের মানুষ তাদের যথাক্রমে রহমান,সামাদ,খালেক,ওয়াহাব বলে সম্বোধন করে।
এভাবে তাদের ডাকা কি জায়েজ? আর এধরনের আসমা ওয়াস সিফাতযুক্ত নাম রাখার বিধান কি?