ওয়া আলাইকুমুস সালাম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির
রাহিম।
জবাবঃ
কারো মৃত্যুতে এক মিনিট বা দুই মিনিট নীরবতা পালন করাকে ইসলাম কখনোই অনুমোদন দেয় না।
★কারো
মৃত্যুতে নীরবতা পালন করা এটা অমুসলিমদের সংস্কৃতি।
অমুসলিমদের অনুকরণে মৃত ব্যক্তির কবরে দাঁড়িয়ে নীরবতা পালন করা, মৃত ব্যক্তির কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করা
শরীয়তসম্মত নয়। এগুলো বিজাতীয় সংস্কৃতি। বিধর্মীদের আবিষ্কার। আর বিজাতিদের
অনুসরণের ব্যাপারে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে সতর্ক
করেছেন। তিনি বলেছেন-
عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ
رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ
مِنْهُمْ " .
ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, রাসূলুল্লাহ
(সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি বিজাতির সাদৃশ্য অবলম্বন
করে, সে তাদের দলভুক্ত গণ্য হবে। -সুনানে আবু দাউদ, হাদীস ৪০৩১
সুতরাং মুসলমানদের কর্তব্য এসব অহেতুক মনগড়া কাজ সম্পূর্ণরূপে পরিহার করা।
আরো বিস্তারিত জানুনঃ https://ifatwa.info/2917/
★ সু-প্রিয়
প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
মানুষ মারা গেলে
১ মিনিট নিরবতা পালন করা ইসলামের দৃষ্টিতে তা জায়েজ নয়।