আসসালামু আলাইকুম শায়েখ, পরশু দিন ইউটিউবে শায়েখ আবু বকর জাকারিয়ার প্রায় দের ঘন্টা আকিদা নিয়ে আলোচনা দেখলাম,,আমি অল্প কিছুক্ষন শুনেছি,তিনি বললেন যে,আশআরি -মাতুরিদি আকিদা হচ্ছে ভ্রান্ত আকিদা,আহলে সুন্নাত ওয়াল জামাত এর অন্তর্ভুক্ত নয়।
এক্ষেত্রে নাকি বিশুদ্ধ আকিদা গ্রহন করতে হবে,নাহলে নাকি শেষ।
আর আরো ও বললেন যে,হানাফি মাযহাব মানে অথচ ইমাম আবু হানিফার আকিদা মানবে না এরা,,ইমাম আবু হানিফার আল ফিকহুল আকবার নাকি সারা পৃথিবী তে আকিদার জন্য প্রসিদ্ধ,, আর অনেক প্রাচীন,, কিনতু আশয়ারি-মাতুরিদি আকিদা নাকি ৭০০ হিজরির দিকের,,তারা বললেন যে,কেনো পুরানো আকিদা,,সালাফ দের আকিদা বাদ দিয়ে অনেক পরে আসা আকিদা গ্রহন করলো,আর আকিদার ক্ষেত্রে কেন আবু হানিফার আকিদা গ্রহন করলো না,,আমাদের দেশের আলেমরা।
আরো বললেন যে,আল্লাহর হাত,পা,চোখ এসব অস্বীকার করে আল্লাহর কুদরতি হাত,বলে কেনো।?আর আল্লাহ আরশে সমাসীন কিন্তু হানাফি মাযহাব যারা মানে তারা নাকি বলে যে আল্লাহ পৃথিবী তেও বিরাজমান, এই এই ধরনের বিশ্বাস নাকি ভ্রান্ত,আল্লাহর সিফাত কে অস্বীকার করার সামিল। আরো কয়েকজন শায়েখ এর বক্তব্যও তুলে ধরেছি উপরে,,নাম খেয়াল নাই।
আর আকিদাতুত তহাবি বইটির নাকি আসল অর্থ বিকৃত করে আমাদের দেশে পড়ানো হয়। সঠিক অনুবাদ যেটা সেটা নাকি পড়ানো হয়না,,বললো ভিতরে নাকি মাতুরিদি আকিদা ঢুকিয়ে দেয়া হইছে।আরো অনেক কিছু,,তাহলে আমাদের আকিদা কোনটা সঠিক,,,কোনটা বিশ্বাস করবো, ,,বললে উপকার হতো,,আমি বিচলিত হয়ে পড়েছি।
১,আল্লাহ আরশে আছেন,এটা আমারো মনে হয়,,যে আল্লাহ আকাশে আছেন,এখন শায়েখ আল্লাহ দুনিয়াতে বিরাজমান এই কথাটি কিভাবে সঠিক হয়,,এর পিছনে কি কি দলিল আছে বা কুরানের আয়াত আছে,,যদি আমাকে দয়া করে দিতেন সেগুলি
২,তারা বলে যে আল্লাহর দুটো হাত আছে,পা আছে, চোখ আছে,,এগুলি বিশাস করতেই নাকি হবে,নাহলে ভ্রান্ত হয়ে যাবো,,তিনি আকিদার উপর phd করেছেন,এইজন্য ভয় লাগছে,,যে কোনটা সঠিক,,আর কি কি কারনে সঠিক বুঝবো।
৩,হায়াতুন্নাবী, এটাও নাকি ভ্রান্ত আকিদা,,এটার সম্পর্কে জানতে চাই,শায়েখ আমাকে ক্ষমা করবেন,আমার প্রশ্নে কোনো ভুল হয়ে থাকলে,